আমাদের কথা খুঁজে নিন

   

এইসব ফাইজলামীর মানেটা কি!?

অতি সাধারণ একজন....

বাচ্চা একটা মেয়ে। মোটামোটি শিশুই ধরা যায়। সেই মেয়েটাকে দিয়ে ভয়াবহ রোমান্টিক সব গান গাওয়ানো হচ্ছে। শুধু তাই নয়, গানের মিউজিক ভিডিওতে রোমান্টিক ভঙ্গিতে হাত ধরাধরি করে হাঠানো হচ্ছে। আরো কতো কি! ক্ষুদে গান রাজ-এর পড়শীর কথা বলছি।

বাজারে এসেছে ওর এলবাম "পড়শী"। সেখানে "ক্ষুদে গানরাজ" "বড় গানরাজের" মতো বলছেন "তোমাকে ভালবেসে মরতে চাই" "ভালোবেসে আমাকে নাও জড়িয়ে" "যদি তোর কাছে যাই কিযে হয়ে যায়" "যাবো সঙ্গে সঙ্গে তোর"। পাকনামী গান গাওয়ানোটা না হয় কষ্ট করে মানা যায় কিন্তু মিউজিক ভিডিওগুলো দেখে সত্যি অবাক হয়েছি। উপরে একটা দিলাম। দেখেন অবস্থা।

শিশুদের দিয়ে পাকনামী করানোর বিরুদ্ধে কোন আইন কি দেশে নাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।