বিবেক নিয়ে ক্যাচাল ভাল্লাগেনা....
ব্লগে রেজিস্ট্রেশনের পর ৪ মাস ৩দিন পার হয়েছে। আমি এখনও জেনারেল, সেফ হতে পারিনি। প্রথম পেজে আমার পোস্ট না গেলেও আমি প্রথম পেজের পোস্টগুলোতে কমেন্ট করতে পারছি এইজন্য মডারেটরদের ধন্যবাদ। ৮মাস ৬দিন পর দেখতে পাবো আমি সেফ হয়েছি। তাই আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
বাংলাদেশের আর সব সিস্টেম যেখানে এত স্লো সেখানে এই ব্লগে কোনোকিছু ফাস্ট হবে আশা করি না, আফটার অল এইটা তো বাংলাদেশের ব্লগ। সিস্টেমেটিক ওয়েতে কোনোকিছু চালাতে হলে তো বিবেকহীন হওয়া লাগে, খারাপ ভালো বিবেচনা না করে নিয়ম অনুযায়ী কাজ করা লাগে। বুঝতে পারছি মডারেটররা এখনও বিবেকের বেড়াজাল ছিন্ন করতে পারেন নি, তাই ৭দিনের নিয়মের কথা লেখা থাকলেও বিবেকের তাড়নাতে তারা অনেক দেরি করেন!! ব্যাপারয্ না, সব ঠিক আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।