আমাদের কথা খুঁজে নিন

   

এইডিরে কি প্রেম ভালবাসা কয়? নাকি আজাইর‍্যা কাম ... ?

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

১. ফেইসবুকে আর রিয়েল লাইফে ইদানিং কিছু পোলা মাইয়ার প্রেম ভালবাসা দেখলে গা একেবারে জ্বইলা যায়! একজন আরেকজনরে ছাড়া এক্কেরে থাক্বারই পারেনা...! ফোন দিয়া যতো আইষ্টা প্যাচাল বাইষ্টা প্যাচাল আছে সব পারে।

এরা ফেসবুকরেও ছাড়েনা। হেগোর ভালবাসার ভাষা ফেসবুকে ওপেনে দেইখ্যা আমরাই লজ্জায় পইড়া যাই... আরে প্রেম করতাছোস কর। তোগোরে কেউতো মানা করেনা। কিন্তু তাই বইল্লা এমনে!? তোগোর একটা পোস্টতো আরো দশজন মানুষ দেখবো। কিন্তু তাদের মধ্যে এই নিয়া কোন চিন্তা নাই।

তারা তাদের মতো চালায়া যাইবো ... চালায়া যায়। যান, পাকি, লক্কী, যানপাকি, সুইটু, জান্টুষ ইত্যাদি বইলাই তারা একে অপরকে সম্বোধন করে। একজন যদি মেয়ের ফেস্বুকে কুন কমেন্ট করে তাইলে রিপ্লাই দেয় ছেলে। আর কেউ যদি ছেলের ফেস্বুকে কমেন্ট করে তাইলে উত্তর দেয় মেয়ে। যাহা অত্যন্ত বিরক্তির উদ্রেগ ঘটায়।

এই ব্যাপারে বেশিকিছু না লিখি। এক বন্ধুকে আজকে এই ক্যাচালের কারণে রিমুভ মারছি। সে পইড়া থাকলে বুইঝা যাইবো এবং কষ্ট পাইতে পারে। কাউরে কষ্ট দিবার চাইনা ... ২. আইজকা কলেজ থিকা আওনের সময় বাসে উঠনের পর পাশের পোলারেই মোবাইলে কথা কইতে হুন্লাম। যার লগে কথা কইতেছিল হেই মেয়ে ওর কয় নাম্বার গার্লফ্রেন্ড তা কইবার পারুম্না।

তয় ওয়ান এন্ড অনলি না, এইডা নিশ্চিত। মোবাইলের ঐ প্রান্তের কথা কানে আহেনাই। তয় এইপ্রান্ত থিকা যা যা কইছে শুনছি। পাশে বয়াই কইতেছিল। পোলায় আমার পরিচিত।

"-" দ্বারা পোলার কথা বুঝাইছি -কেমন আছো? ::: -গোসল করছো? ::: -খাইছো? ::: -কি দিয়া খাইছো? ::: -কি মাছ দিয়া খাইছো? ::: -মাছের লগে কি খাইছো? ::: -কোন সবজি খাইছো? ::: -আর কিছু খাওনাই? ::: -কিসের ডাইল খাইছো? মসুরের ডাইল নাকি বুডের ডাইল? ::: -এখন কি করতেছো? ::: -হাহাহা। আমার কথা ভাবো তাই না? ::: -আমার কথা ভাবোনা!? আইচ্ছা, তাইলে রাইখ্যা দিলাম। ::: -কি হইলো? রাখতে মানা করো কেন? ::: -শেষ পর্যন্ত তাইলে স্বীকার করলা যে আমার কথাই ভাবতেছিলা। (এইবার খুব সম্ভবত ঐপাশ থিকা কিছু প্রশ্ন করা হইছে। পোলার উত্তর আছিল এইরকম) ::: (প্রশ্ন) -নাহ্।

এখনো খাইনাই। বাসায় গিয়া খামু। ::: -আমি এখন বাসে। ::: -বাসায় যাইতেছি। ::: -বেঙ্গল বাস।

::: -ভাড়া!? ভাড়া দিতে হয়না... ::: -হ। সবসময় বেঙ্গলেই যাই। (বাসের ক্যাচাল চললো বহুতক্ষণ যাবত। লিখতে থাকলে এক পোস্টে আর ধরবো না। ) ... ... ... ... ... (বকবকবকবকবকবকবকবকবকবকবকবক.........) চিড়িয়াখানা রোড থিকা আন্সারক্যাম্প পর্যন্ত আসছি।

মিরপুরে জ্যামে পড়ছিলাম। ঝাড়া আধাঘন্টা লাগছে আসতে। পোলায় বাস থিকা নামার সময়ও কলটা কাটেনাই। নামার পরে আর কতক্ষণ কথা হইছে আল্লাহই জানে। আমি বাসায় আয়া পড়ছি ... এই বকবকানির শেষ কোথায় তা দেখার সাধ আর সাধ্য কোনটাই হয়নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।