অনেক দিন মাল্টিমিডিয়া মোবাইল ব্যাবহার করা হয়না । ৩ বছর আগে চাচা আমেরিকা থেকে মটোরোলা v3i নিয়ে এসেছিলো । ২ মাস ব্যাবহার করেছি । স্বভাবতই হারিয়ে ফেললাম । পরে ঠিক করলাম আর দামি মোবাইল ব্যাবহার করবো না ।
অনেক দিন ব্যাবহার করিনা । চাচা আবার দেশে এসেছে । এবারও মোবাইল নিয়ে এসেছে । ব্লাকবেরি । কিন্তু ব্যাবহার বিধি তেমন জানা নেই ।
আর অনেক দিন মাল্টিমিডিয়া ব্যাবহার করা হয়না, এজন্য একটু সমস্যা হচ্ছে । তবে সবথেকে বেশি সমস্যা হলো ইন্টারনেট চালু করতে পারছিনা । বাংলালিংক এ ফোন করেছিলাম, কিন্থু ওরা কনো সাহায্য করতে পারলো না । ওদের কাছে ব্লাকবেরির কনফিগারেশন নেই । অন্য সিম ব্যাবহার করতে পারছিনা, কারন সিমটা আমার অনেক পুরাতন ।
বুঝতেই পারছেন । যাহোক ,,আর একটা সমস্যা হলো ওয়াইফাই ব্যাবহারবিধি জানা নাই । ওয়াইফাই কিভাবে ব্যাবহার করোবো দয়া করে বলবেন, যদি জানা থাকে । এবং ব্লাকবেরি মোবাইল actually কেমন । সাধারন নাকি অসাধারন ? এই সেট এ কি extra ordinary কিছু আছে? ভালো থাকবেন ।
আর আজাইরা পোষ্ট দেয়ার জন্য দুখিত । ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।