আমাদের কথা খুঁজে নিন

   

দ্যাখোরে, নয়ন মেলে, জগতের বাহার...!

...একজন সাদা-মাটা, ছোট-খাটো লোক।

আমার এক এক সময় এক রকম ভ্যাড়া ওঠে। কয়দিন খুব ব্যায়াম করি, কয়দিন খুব খাই, কয়দিন অহেতুক হাটাহাটি করি। এই কয়দিনের চক্করে পড়ে কতকিছু যে করলাম আর ছাড়লাম তার হদিস নেই। মাঝখানে কয়দিন খুব ফটোগ্রাফির ভ্যাড়া উঠলো।

ক্যামেরা হাতে নিয়ে(অত্যান্ত ভাবের সহিত) খুব দৌড়া দৌড়ি করলাম। কোথাও কিছু ঘটলেই সবার আগে আমি ক্যামেরা নিয়ে হাজির। লোকজন মনে করে - বাপ রে! না জানি কত বড় ফুটুউলা! সেই ভাবটা যাতে আবার চট করে চলে না যায় সেজন্য মাঝে মাঝে দুই একটা ছবি তুলতাম। দেখলাম, আমার নজর একেবারে খারাপ না। জগতের বাহার মেলাই আমার চোখ হয়ে আটকে গেল ক্যামেরার লেন্সে।

বলা যায় নিজের ছবি দেখে নিজেই খানিকটা মুগ্ধ হয়ে গেলাম আর কি(হাহ হাহ হাহ হা....)! কিন্তু ব্লগে ছবি দিতে আমার বরাবরই ভয় লাগে কারন: প্রথমত আমার ছবির এডিটিং হয় মার্কা মারা। দ্বিতীয়ত আমি ব্লগে ছবি ঠিক মতন দিতে পারি না। এর আগে একবার ছবি ব্লগ দিতে গিয়ে মারত্মক ভ্যারা চ্যারা বাধালাম। সব টেক্সট ঠিক আছে কিন্তু ছবি আর আসে না। শেষে পুরো পোষ্ট মুছে দিতে বাধ্য হলাম।

যাক, আজকে আমার ভ্যাড়া জনিত ছবির কয়েকটি পোষ্ট দিলাম। কেউ যদি দেখতে না পারেন তাহলে আওয়াজ দেয়ার কোন দরকার নেই। কারন আমি আমার সাধ্যমতন সব কিছু করলাম। তারপরও যদি না আসে তো... একাপোকা ওয়ান লাষ্ট ব্রেথ ফ্যামিলি দ্বৈরথ দি সাইলেন্স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.