আমাদের কথা খুঁজে নিন

   

থাকছেনা কেজি!

ভালো ..তবে কালো

কোনো কিছুর ভর মাপতে বাটখারা হিসেবে গ্রাম বা কেজির প্রচলন হয়ে আছে। এটি আধুনিক মেট্রিক পদ্ধতি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটের বা এসআই-এর অংশ। কিন্তু ভর মাপার ক্ষেত্রে কেজিই যে আসল ইউনিট সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) কিলোগ্রাম বা কেজির সংজ্ঞা পাল্টানোর জন্য এসআইকে প্রস্তাব দিয়েছে। খবর গিজম্যাগের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, কোনো বস্তুর ভর মাপতে আমরা বাটখারা হিসেবে গ্রাম, কিলোগ্রাম বা মেট্রিক টন ব্যবহার করে থাকি। ১ হাজার গ্রামে হয় এক কিলোগ্রাম বা কেজি, আবার ১ হাজার কেজিতে ১ মেট্রিক টন। এসআই এর অনুসারে ১ কেজি হলো ১৩০ বছরের পুরোনো প্লাটিনাম-ইরিডিয়ামের একটি নির্দিষ্ট সিলিন্ডারের ভর। এই সিলিন্ডারটি ফ্রান্সের ইন্টারন্যাশনাল বুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারস-এর ভল্টে রাখা আছে। সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, সময়ের সঙ্গে আর তৈরির সময় ভল্টে রাখা সিলিন্ডারটির ভর পরিবর্তিত হয়ে গেছে।

তাই সম্প্রতি বিশ্বব্যাপি প্রচেষ্টা চলছে আরো বেশি স্থায়ী কজি ভরের সংজ্ঞা প্রবর্তনের। জানা গেছে, এসআইএর অনুসারে কিলোগ্রাম হলো একমাত্রই বেজ ইউনিট যা বাহ্যিক কোনো বস্তু দিয়ে নির্ধারিত। এ ছাড়াও অন্যান্য বেজ ইউনিটগুলো হলো সেকেন্ড, মিটার, অ্যম্পিয়ার, কেলভিন, মোল এবং ক্যান্ডল। এর মধ্যে অ্যাম্পিয়ার, মোল এবং ক্যান্ডেল এর সংজ্ঞা নির্ধারিত হয় কিলোগ্রাম অনুসারেই। জানা গেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) প্রস্তাব করেছে ভরের ক্ষেত্রে কেজির বদলে সংজ্ঞা দেওয়া হোক প্ল্যাংক ভ্যালু য অনুসারে।

এই প্ল্যাংক ভ্যালু হলো কোয়ান্টাম ফিজিক্স-এ একটি ধ্রæব। এই ধ্রুবটির জন্য তারা সিলিকণ অনুর এক মোল ভরকে ধরেছেন। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আগামী বছরই এসআই এর সাধারণ সভায় এই প্রস্তাবটি আনা হবে। এই প্রস্তাবটি পাস হলেও নতুন দশকে ওজন ব্যবস্থার আমুল পরিবর্তন হয়ে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।