আমাদের কথা খুঁজে নিন

   

পার্বতীপুরে তিলাই নদীর জলাশয় দখলের অভিযোগ



পার্বতীপুরে তিলাই নদীর জলাশয় দখলের অভিযোগ ডিজিটাল দিনাজপুর ॥ পার্বতীপুর উপজেলার তিলাই নদীর উল্লেখযোগ্য অংশের জলাশয় দখল করে নেওয়ায় এলাকার মৎস্যজীবিরা সেখান থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ২টায় সরজমিনে গিয়ে দেখা গছে, পার্বতীপুর শহরের ঢাকাইয়াপাড়া মহল্লার সামনে শ্মসানঘাট থেকে দনিে পার্বতীপুর-দিনাজপুর রেল লাইন ব্রীজ পর্যন্ত এক শ্রেনীর লোকেরা বাঁশের খুটি, কলার গাছ ও বিভিন্ন গাছপালার ঝাড় জংঙ্গল ফেলে দিয়ে তিলাই নদীর আংশিক জলাশয় দখল করে নিয়েছে। এব্যাপারে শহরের আদর্শ কলেজ পাড়া মহল্লার জেলে বাবলু ও নামাপাড়া মহল্লার আফজাল হোসেন বলেছেন, তারা দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের মত আরও অনেক হতদরিদ্র জেলে এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তবে বেশ কিছুদিন থেকে ওই এলাকার মানুষ মৎস্যজীবি জেলেদের মাছ ধরতে বারন করে আসছিল।

গত বুধবার ওই চিহ্নিত লোকজন নদীর জলাশয়টি দখল করে নেয়। এদিকে নদী দখলকারীর মধ্যে ঢাকাইয়া মহল্লার লুৎফর রহমান মৎস্যজীবিদের মাছ ধরতে না দেওয়ার কথা স্বীকার করে বলেছেন, পানি কমলেই তারা সেখানে জাল বা বাঁশের বানা দিয়ে ঘিরে নদীতে মাছ চাষ করবে। আর এ কারনেই নদীতে জংগল বা বাঁশের খুটি পুঁতে অনেকর মতে সেও নদীর জলাশয় দখল করেছে। এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে গত বৃহষ্পতিবার একাধীকবার অফিসের টেলিফোনে যোগাযোগের চেষ্টাকরেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার মুজিব-উল-ফেরদৌস বলেন, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পদপে নিবেন।

সূত্র : দিনাজপুরনিউজ.কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।