salehin.arshady@gmail.com
অনেক অনেক দিন পর পিসির সামনে থম মেরে বসে আছি। একটা পোস্ট দিতে ইচ্ছা করতেসে কিন্তু কিছু লিখতে একদমই ইচ্ছা করতেসে না। আজকে শুধু কয়েকটা ছবি শেয়ার করি, কাহিনী কয়েকদিন পরে না হয় বলব। আজকে আবার ও সেই বাকলাই। বাংলাদেশের সবচেয়ে উঁচু ওয়াটার ফল
বৃষ্টির পর বাকলাই এর ভয়ংকর রূপ (জুম ঘর থেকে)
জুম ঘরের পাশে মেঘের খেলা
বাকলাই ওয়াটার ফল এর প্রথম ক্যাসকেড
"S" শেপড ক্যাসকেড (প্রায় ৯০০ফিট এভাবেই নেমে গিয়ে মিশেছে চ্যামা খাল হয়ে সাঙুতে)
বাকলাই ওয়াটার ফল এর দ্বিতীয় ক্যাসকেড
গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে
গাছ দুটা গেটের মত হয়ে আছে।
কত কষ্টের পর শেষ পর্যন্ত পুরো ফল দেখা দিল
বাকলাই ফলস
"S" শেপড ক্যাসকেড (প্রায় ৯০০ফিট এভাবেই নেমে গিয়ে মিশেছে চ্যামা খাল হয়ে সাঙুতে)
জুম ঘর থেকে
বাকলাই ফলস (নীচ থেকে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।