ওগো ভালোবাসা, তোমায় দিলাম ছুটি, তুমি যাও উড়ে যাও আকাশে, যদি সত্যিই(কখন) আমার ছিলে, আদোও যদি আমার (থাকো)ছিলে, ফিরে আসবেই তুমি (আমি)জানি। ওগো ভালোবাসা, তোমায় দিলাম বিদায়, তুমি যাও ভেসে যাও স্বর্গে যদি স্বর্গীয় সুখ না পাও, অন্তরেও যদি সুখ না পাও; বৃথায় এ জী
২২ অগ্রহায়ণ ১৩৪৫ (৮ ডিসেম্বর, ১৯৩৮) শান্তিনিকেতন
যে ছিল আমার স্বপ্নচারিণী
তারে বুঝিতে পারিনি
দিন চলে গেছে খুজিতে খুজিতে।।
শুভখনে কাছে ডাকিলে,
লজ্জায় আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেরেছি বুঝিতে।।
কে মোরে ফিরাবে অনাদরে,
কে মোরে ডাকিবে কাছে,
কাহার প্রেমের বেদনায় আমার মুল্য আছে,
এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে…
আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।