সামুতে এখন ১০৮ ডিগ্রি ফারেনহাইটে পেরাইভেট আর পাবলিক আলোচুনা চলতাছে........
কয়েক দইন আগে আমাগো প্রেধানমন্ত্রি আইইউটিতে গিয়া কইয়া আইছে..আপনাগো শিক্ষাটারে দেশের কামে লাগান। আর হেরা তাই লাইন ধরছে .......পেলেনে উঠার লাইগা। প্রেধানমন্ত্রি তো আর বাঙলাদেশের কথা কয় নাইক্যা। কইছে কামে লাগাইতে। তাই হেরা বিদেশে লাইন দিছে।
হেগো কিন্তু কোন দোষ নাই কইয়া তুইলাম।
আর বুহেট....
ওরে বাবা.......। হেরা হইলো গিয়া দুনিয়ার সবচাইতে মেধাবী। আল্লাহ হেগো ভুল কইরা বাংলাদেশে পাঠাইছে। আর সব পাপ করছে আবুলমার্কা বাঙালী।
তাই তোমরা যেহেতু পাপী.........তাই ভ্যান চালাইয়া,কামলা খাইটা.......চুরি কইরা ,ডাকাতি কইরা যেমনে পারো ......হেগোরে বুয়েটে পড়ার খরচ যোগাবা। হের পর, হেরা হইবে এন্জিনিয়র।
কাম শেষ হয় নাই........খারাও বাঙালী। কই যাও......
এন্জিনিয়র বানাইচো.......এই বার চাকরি দাও। গাড়ী দাও,বাড়ী দাও,তোমাগো সুন্দরী মাইয়া দাও.........
হের পর ও হেরা বাংলাদেশে থাকবে না।
কারণ.......
ও এদেশে মানুষ থাকে সিট!!!!!!!!!!!!! হেরা তো আর বাঙালীর মত আবুল না।
তাই হেরা বিলেত-আমেরিকা যাইবো।
ওকে যাও..........
বোকা আবুলমার্কা বাঙালী ..........তাইলে তোমাগো গামে ভেজা,কষ্টের টাকার কি হইবো???
হে হে হে হে .........খারাও .......কই যাও......সব গুলা কিন্তু যায় নাইক্যা। কিছু আছে। যারা নেতা-পাতি নেতা গোরে নিয়া টেন্ডারবাজি কইরা উন্নয়নের বন্যা লাগাইয়া দিবো।
১০% দিলে ফাইল সাইন হইয়া যাবে। না হইলে নাই।
যুক্তিবাদী: ওরে গাধা বাঙালী.... হেরা বিদেশ যাইয়া বড় বড় কোম্পানী তে কাম করে।
বাঙালী: কামলা খাটে?
যুক্তিবাদী: হেরা দেশে ম্যালা টাকা পাঠায়।
বাঙালী: টাকা তো আমাগো কালাই পরামানিক ও পাঠায়।
তয় হেরা দেশে কাম না কইরা বিদেশে গিয়া কি করে। এত্ত পড়ানেহা কইরা পরের ক্ষেতে কামলা খাইটা কি হইবো।
আমাগো কত আশা ছিল ....হেরা দেশের বিদুৎ সমস্যার সমাধান দিবো। সরকার রে বুজাইবে...কত কম খরচে ভাল কাজ করা যায়। চীনের ইন্জিনিয়র রা কি করে এত কিছু বানায়।
এত কম খরচে।
ইরানের হেরা নিজেরা নিজেরা এত কিছু কি কইরা করে।
হেরা না কত পারোয়া এন্জিনিয়র....এই পোরযন্ত কি কইরা দেখাইছে দেশের লিগা?কিছু হইলেই বিদেশ থেকে কেন এন্জিনিয়র আনতে হইবো।
হেরা কি শুধু শাহ সিমেন্ট আর জি আই পাইপ র মান ই মাপপে দেশের লিগা?
বোকা বাঙালী.....কর কি হেগোরে এই প্রশ্ন করা মানা। তাইলে তোমারে গাধা কইবো।
হাসপো.....
হেরা ক্যান করবো?হেগো কি ঠ্যাক পরছে?
বাঙালী: তাইলে হেগোরে ফাল পারতে না কইরা দেন। কামার-কুমার,জেলে তাতী,ভ্যানওয়ালা-রিকশাওয়ালার টাকার শ্রাদ্ধ কইরা হেগোরে বিদেশ পাডানোর চেয়ে আমাগো কালাই পরামানিক দেশের কামে বেশি লাগে। এখন থিক্যা কালাই পরামানিকগো লাইগ্যা আর এখান বুহেট বানাতে হইবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।