আমাদের কথা খুঁজে নিন

   

রং...হীন, বর্ণহীন ; সাদা-কালো ব্লগ

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

আমার অংকন ক্লাসে স্টুডেন্টদের সামনে বসে ...ওরা যখন আঁকছিলো, নিজে তখন ফ্রি ...কি করি...কি করি...ভেবে তখন আমার করা পেন্সিলের কাজঃ ১। চিনির পাত্র (Sugar Pot) ২। কাঁচের বোতল ও মগঃ বিএড ক্লাসের জন্য প্র্যাকটিসঃ নানা রকম ফুলদানীঃ ১ ২ ৩ ৪ ৫ অন্যান্যঃ ১। কাপঃ ২। মাটির টবঃ ৩।

গ্লাসঃ ৪। টিনের বালতিঃ ৫। পেপেঃ ৬। আমঃ ৭। আপেলঃ এবং সবশেষে আরো কিছু হাবিজাবিঃ ১।

প্লাস্টিকের কৌট্টাঃ ২। পাতাবাহার জাতীয় উদ্ভিদঃ ৩। নানারকম টুকড়ি/ঝুড়িঃ ৪। বাড়িঃ [বিশেষ দ্রষ্টব্যঃ যারা সামু এবং আমারব্লগ উভয় স্থানে যাতায়াত করেন, তাদের বলে রাখি, এই চিত্র গুলোর কিছু কিছু আমি ঐখানেও পোস্ট করেছি। সুতরাং, ওইখানেরটা অথবা, এইখানেরটা নকল পোস্ট ভেবে বসবেন না যেন।

আমার এইসব হাবিজাবি, আমিই বিভিন্ন স্থানে প্রদর্শন করিয়াছি]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।