আজ সকালে ব্যাংকে গিয়েছিলাম বিদেশ থেকে ছোট ভাইয়ের পাঠানো টাকা তুলতে। ওরা ন্যাশনাল আইডি কার্ড চাইল। আমি দিলাম আমার জব কার্ড। মানে প্রথম আলোর কার্ড। ন্যাশনাল আইডি কার্ড নেই জানানোর পর এটাই গ্র্যান্ট করল।
আমি জানি আমাদের পত্রিকার গ্রহণযোগ্যতা আছে। এর নানা কারণ। সুসাংবাদিকতা, জনমুখীতা, বস্তিনষ্ঠতা এগুলোই আসলে পাঠকপ্রিয় করে তুলেছে পত্রিকাটিকে।
আজ জন্মদিন। আজ আমাদের জন্মদিন।
মানে প্রথম আলোর জন্মদিন। আজ ১২ বছর পূর্তি হল প্রথম আলোর। হাটি হাটি পা পা করে অনেক বছর পার করল প্রথম আলো। সকালে মতি ভাই অফিসে বক্তৃতা দিলেন, আমাদের উৎপল শুভ্রদা বললেন, বললেন সুমনা শারমীন আপা। সবাই এত চমৎকার বলেন মন ভালো হয়ে যায়।
আসলে আমাদের পরিবেশটাই এমন। সারা দেশে প্রতিনিধিরাও অসম্ভব হেল্পফুল।
প্রথম আলোর জন্মদিনে সবাইকে শুভেচ্ছা....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।