বিএনপি'র ষড়যন্ত্রে বিদ্যুৎ সঙ্কট: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্রের কারণেই দেশে বিদ্যুৎ সঙ্কট হচ্ছে। এ জন্য প্রধান বিরোধী দলকে দুষছেন তিনি।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধানমন্ত্রী বলেন, "নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। যখন রাতে মানুষ ঘুমায়, যখন বিদ্যুতের ব্যবহার হয় না; তখন কেন লোডশেডিং থাকে? বিরোধী দলকে ষড়যন্ত্র থেকে বিরত থাকতে বলবো। "
বিদ্যুৎ সঙ্কটের জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে তিনি আরো বলেন, তারা ক্ষমতায় থেকে কোনো কাজ করেনি।
এখন বিরোধী দলে গিয়ে ষড়যন্ত্র করে জনগণকে কষ্ট দিচ্ছে।
জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
'চার নেতা হত্যার বিচার করবোই'
আওয়ামী লীগ প্রধান বলেন, "সামরিক অধ্যাদেশ (মার্শাল ল অর্ডিন্যান্স) দিয়ে সংবিধান পরিবর্তন অবৈধ। উচ্চ আদালত এই সব সংশোধনী বাতিল করেছে। এই রায়ে আমরা মুক্তিযুদ্ধের নীতি আদর্শ ফিরে পেয়েছি।
আমরা এখন মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসার সুযোগ পেয়েছি। "
কারাগারে জাতীয় চার নেতার হত্যা মামলার বিচার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "ইনশাল্লাহ, এই চার নেতার হত্যার বিচার করবোই করবো। বিএনপি এই বিচার সঠিকভাবে পরিচালিত হতে দেয়নি। "
হাসিনা তার অন্যান্য বক্তব্যের মতো বুধবারের এই আলোচনা সভায় আবার দৃঢ়তার সঙ্গে বলেন, "আমরা কঠোরভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গীবাদের কোনো স্থান হবে না।
"
'যেখানে অন্যায় সেখানেই প্রতিকারের পদক্ষেপ'
শেখ হাসিনা দাবি করেন, যেখানেই অন্যায়-অবিচার হচ্ছে, সরকার সেখানেই প্রতিকারের পদক্ষেপ দিচ্ছে। এ ক্ষেত্রে কে কোন্ দলের সমর্থক তা বিবেচনায় আনা হচ্ছে না।
"ডিজিটাল বাংলাদেশ শুধু ঘোষণায় নয়, তৃণমুল পর্যায়ে এর সুফল পৌছে দেওয়া হবে" জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের ভোট দিয়েছে, দিন-রাত কাজ করে আমরা জনগণের সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। "
শেখ হাসিনা জনগণকে সহনশীল হতে, কাজ করতে এবং আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, "প্রতিটি ঘরে খাদ্য পৌঁছে দেওয়া আমাদের নীতি। এজন্য আমরা কাজ করে যাচ্ছি।
"
কোনো গোষ্ঠি বা ব্যক্তির নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা হত্যা-ক্যু'র রাজনীতির চির অবসান ঘটাতে চাই। পরাজিত শক্তির দোসররা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাচ্ছে। "
'তিন বছরে যুদ্ধাপরাধ বিচার শেষ করতে হবে'
আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমাদের হাতে বেশি সময় নেই। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে হবে। তিন বছরে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে।
"
মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ বলেন, "পরাজিত শক্তিকে নির্মূল করতে না পারলে, তারা আবারো আক্রমণ করবে। "
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, এম মনসুর আলীর ছেলে ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর সংস্থাপন উপদেস্টা এইচ টি ইমাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/পিডি/১৯৫১ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।