আমাদের কথা খুঁজে নিন

   

বয়স হলো সাতাশ...প্রয়াত সঞ্জিব দা স্মরনে। তারই লিখা একটা গান..

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।

আমার বয়স হলো সাতাশ আমার সঙ্গে মিতা পাতাশ। তোর দ’হাত চেপে ধরি চাই একটু তুমত্ত্বরি। । আমার বন্ধু ছিল আকাশ কেন দ্বিধার চোখে তাকাশ।

আমি মেঘের ছোট ছেলে কোলে আমাকে আজ পেলে। আমার বুক দেখাবো তোকে বুকে রয়েছে বিদুৎ। কিছু করলি মনে ধুত আমি খেয়েছি সপ্নকে। । জানিস বজ্র সখা আমার আমার সাধ এখানে থামার, তোর আঁচল পেলে বাতাস আর দরকার কি নামার।

। আমি মেঘের ছোট ছেলে আমার কৌট ভরা রং। আমি চাইছি না বরং ওরাই দিচ্ছে আমায় ঠেলে। । আমি জ্বলের ছোট অনু রক্তে, বুনেছি রং ধনু।

সাত রোদেলা বন জানে ব্যাথা ফুটেছে কোন খানে। । আমি ছিলাম তোরি বাঁ-পাশ আমি ডাকছি ওরে আকাশ, আমি গেলাম ওরে বাতাস আমি ছিলাম তোরি বাঁ-পাশ। । আজ বয়স হলো সাতাশ।

। (প্রয়াত সঞ্জিব দা স্মরনে। অনেক মনে পড়ছে তাকে আজ। তার কাল জয়ি গান গুলির মধ্যে একটা হল এই বয়স হলো সাতাশ। তার সবগুলো গানই আমার অনেক অনেক প্রিয়।

। ) বয়স হলো সাতাশ লিঙ্ক: http://www.music.com.bd/download/browse/S/

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।