আমাদের কথা খুঁজে নিন

   

কাবীরা গুনাহের বিবরণঃ কপি/পেস্ট

পড়েছে আকাল - কাকের শ্রাদ্ধে ঘি ঢাল। ব্রাত্যজনে তুমি রেস্টিকটেড, সোনাগাছীর জন্য আনলিমিটেড।

আল কোরআনে এবং সহীহ হাদীসের আলোকে এসকল কাবীরা গুনাহের ব্যাখ্যা রয়েছে। যাহা সময়ের অভাবে টাইপ করতে পারলাম না,তাই সংক্ষেপে পয়েন্টগুলো উল্লেখ করলাম। ০১) শির্ক বা আল্লাহর সাথে অংশী স্থাপন করা ০২) অন্যায়ভাবে কাউকে হত্যা করা ০৩) সালাত পরিত্যাগ করা ০৪) বিনা ওজরে রমাযানের সিয়াম পালন না করা ০৫) যাকাত আদায় না করা ০৬) সামর্থ্য থাকা সত্ত্বেও হাজ্জ না করা ০৭) জিহাদের ময়দান থেকে পালায়ন করা ০৮) আত্মহত্যা করা ০৯) যিনা বা ব্যভিচার করা ১০) সুদের আদান প্রদান করা ১১) মাতা-পিতার নাফারমানী করা ১২) মদ পান করা বা নেশাদ্রব্য ব্যবহার ১৩) আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ১৪) চুরি করা ১৫) ডাকাতি করা ১৬) যাদু টোনা করা ১৭) ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা ১৮) ইমাম বা নেতা কর্তৃক প্রজাদের ধোঁকা দেয়া এবং তাদের উপর যুলম করা ১৯) অহংকার করা ২০) মিথ্যা স্বাক্ষ্য দেয়া ২১) জুয়া খেলা ২২) সমকামিতা বা পুরুষে পুরুষে বা মহিলা মহিলা যিনা (ব্যভিচার) করা ২৩) আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি মিথ্যারোপ করা ২৪) সত্বী নারীর বিরুদ্ধে অপবাদ দেয়া ২৫) রাষ্ট্রীয় সম্পদ (গানীমাতের মাল) আত্মসাৎ করা ২৬) রিয়া বা লোক দেখানো কাজ ২৭) দুনইয়ার উদ্দেশ্যে ইলম অর্জন এবং ইলম গোপন করা ২৮) খিয়ানত বা বিশ্বাঘাতকতা করা ২৯) মিথ্যা ক্বসম খাওয়া ৩০) মিথ্যা বলা ৩১) হারাম খাওয়া এবং হারাম উপার্জন করা ৩২) অন্যায় জরিমানা আদায় করা ৩৩) দুর্ণীতি পরায়ণ বিচারক ৩৪) ঘুষ আদান প্রদান ৩৫) নারীদের পুরুষের বেশ এবং পুরুষদের নারী বেশ ধারণ করা ৩৬) দাইয়ূস ৩৭) হালালাকারী ও যার জন্য হিলা করা হয় ৩৮) প্রস্রাব থেকে বেঁচে না থাকা ৩৯) উপকার করে খোঁটা দেয়া ৪০) তাক্বদীরের প্রতি অবিশ্বাস করা ৪১) অন্য লোকদের গোপন কথা শুনা ৪২) চোগলখোরী করা ৪৩) গীবাত করা ৪৪) ওয়াদা করে তা রক্ষা না করা ৪৫) গণক বা জ্যোতির্ষীর কথা বিশ্বাস করা ৪৬) ফটো বা ছবি বানানো ৪৭) বিদ্রোহ ও ফ্যাসাদ সৃষ্টি করা ৪৮) যুলম অত্যাচার করা ৪৯) পায়ের টাখনুর নীচে কাপড় লটকিয়ে পরিধান করা ৫০) পুরুষের রেশমী বস্ত্র ও স্বর্ণালংকার পরিধান করা ৫১) যে পিতা নয় তাকে জেনে-শুনে পিতা বলে পরিচয় দেয়া ৫২) সত্যের বিরোধিতা করা অকারণে বিতর্ক ও ঝগড়া করা ৫৩) মাপে বা ওজনে কম দেয়া ৫৪) আল্লাহর দেয়া অবকাশকে নিরাপদ মনে করা ৫৫) আল্লাহর ওলীগণকে কষ্ট দেয়া ৫৬) বিনা ওযরে জামা'আত ত্যাগ করে একা সালাত আদায় করা ৫৭) ওযর ব্যতীত জুমু'আর জামা'আত ত্যাগ করা ৫৮) ওয়াসীয়্যাত দ্বারা অনিষ্ট করা ৫৯) প্রতারনা ও ধোঁকাবাজি করা ৬০) সাহাবীদের গালি দেয়া ৬১) প্রতিবেশীকে ক্ষ্ট দেয়া ৬২) মুসলিমদের ক্ষ্ট দেয়া ৬৩) আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যবেহ করা ৬৪) মুসলিমদের দোষ-ত্রুটি গোপনীয়তা অনুসন্ধান করা এবং ফাঁস করে দেয়া ৬৫) লা'নত বা অভিশাপ দেয়া ৬৬) আশু বিপদে অধৈর্য হওয়া ৬৭) ক্রীতদাসের পলায়ন ৬৮) দুর্বলের (দাস-দাসী) প্রতি কঠোর হওয়া ৬৯) প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে না দেয়া ৭০) আল্লাহর রহমাত থেকে নিরাশ হওয়া। আল্লাহ আমাদের পাপ থেকে ক্ষমা করুন এই কামনায় শেষ করছি। আমীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.