৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই শোকাবহ দিনে মানবতার শত্রু, ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার সহচর, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিব নগর প্রবাসী বিপ্লবী সরকারের উপ-রাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রী ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং মন্ত্রী আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চারনেতাকে নিষ্ঠুরভাবে হত্যার মাধ্যমে স্বাধীনতার পরাজিত প্রতিক্রিয়াশীল শক্তি হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মহতী অর্জন স্বাধীনতা, গণতন্ত্র, প্রগতি, মানবাধিকার, সংস্কৃতি, উন্নয়ন ও অগ্রগতিকে নস্যাৎ করতে চেয়েছিল; কিন্তু ষড়যন্ত্রকারী অন্ধকারের শক্তি সফলকাম হতে পারেনি। ইতিহাসের পথকে যারা দুর্গম ও দুর্লঙ্ঘ্য করে দিতে চেয়েছিল সংগ্রামী বাঙালি জাতি তা ব্যর্থ করে দিয়েছে।
প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ সমগ্র জাতির সাথে একাত্ম হয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শোকাবহ এ দিবসটিকে স্মরণ ও পালন করবে।
বাংলাদেশ আওয়ামী লীগ গৃহীত কর্মসূচি নিম্নরূপ
সূর্য উদয়ের সাথে সাথে -
বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ।
সকাল ৭-০০ টায় -
বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
সকাল ৭-৩০ টায় -
বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত।
বিকেল ৩-৩০ টায় -
আলোচনা সভা।
স্থান : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।
প্রধান অতিথি
-
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি।
সভাপতিত্ব করবেন
-
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সাথে নিয়ে পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সকল শাখা এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।