আমাদের কথা খুঁজে নিন

   

ভানুগাছ থেকে শ্রীমংগল : পর্ব দুই



সেদিন রিলাক্সমুডে রেললাইন ধরে ভানুগাছ থেকে শ্রীমংগল পর্যন্ত হেটে এলাম। রেল লাইন ধরে হাটার গুরু সাদা মনের মানুষ । প্রথম পর্ব ছিল তাকে উৎসর্গীকৃত। এই পর্ব তার সাথের সংগীকে উৎসর্গীকৃত। গত পর্বে Hollywood এর Around the world in 80 days ছবির লাউয়াছড়া অংশে গিয়ে থেমেছিলাম।

আজ সেখান থেকে শুরু। জংলী পান গাছ। খাসিয়াদের পান পুঞ্জী। প্রতিটি গাছে একটি করে পান গাছ। আবার ট্রেন।

বামে চাবাগান ডানে রাবার বাগান রাবার বাগান চাবাগান চাবাগান কারখানায় চা উতপাদন প্রনালী মেশিনে ২৪ ঘন্টা ধরে শুকানো হয়। চুর্ন করা হয় ক্যামিকেল মেশানো হয় তৈরি হয় চা এরপর মেশিনের ভেতর দেয়া হয়। তৈরি হয় বিভিন্ন কোয়ালিটির চা। সীতেশবাবুর বন্যপ্রানী সেবাশ্রম সেবাশ্রমকে ঘিরে দুরকম খবর পড়েছি প্রথম আলোতে। এক খবরে এটাকে ভালো উদ্যোগ বলা হয়েছে।

আরেক খবরে বলা হয়েছে সীতেশ বাবু পশুপাখি পাচারকারী- তার এই সেবাশ্রম ধান্দাবাজি ছাড়া কিছুই না। তবে এই সেবাশ্রমে বিখ্যাত কিছু লোকের পদধুলি পড়েছে । ধান্দাবাজি হলে এতদিনে বন্ধ হয়ে যেত। যেমনঃ ১। সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমান ২।

বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান ৩। চীফ হুইফ আব্দুশ শহীদ সহ আরো অনেকে যেসব কোম্পানী প্রতিস্টান অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছে ১। রবি ২। মার্কেন্টাইল ব্যাংক লিঃ ৩। ন্যাশনাল ব্যাংক লিঃ এই সেবাশ্রমে রয়েছে অসংখ্য ঔষোধি বৃক্ষ।

প্রথম আলোর রিপোর্টে উল্লেখ ছিল পাখিদের ডানা ভেংগে রাখা হয় যাতে সেগুলো ঊড়তে না পারে। এই বালিহাঁসটিকে উড়ার জন্য বহু চেস্টা করতে দেখছি কিন্তু ঊড়তে পারে নাই। এছাড়া এই পাখিদের সারাক্ষন পুকুরে বসে থাকতে দেখেছি। প্রানীবিজ্ঞানের ছাত্ররা বলতে ভাল বলতে পারবে এই পাখীরা আদৌ উড়তে পারে কি না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।