আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিন্কের অ্যাড-নির্মাতার প্রতি আকুল আবেদন !!

বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... ।

একটা ঘটনা মনে পড়লো, হিন্দি সিরিয়াল মাইয়া মানুষ কেন দেখে ,তা অনুধাবনের নিমিত্তে একদিন এক সিরিয়াল দেখতে বসছিলাম । তো, দেখি কেউ কোন কথাই কইতাছেনা......সজোরে চিন্তা করতাছে !! আর চিন্তার কি বলিহারি !! ঠুস-ঠাস-সাই-চ্যাও-ভ্রিম যাবতীয় শব্দে কানে তোব্দা লাগার যোগার !! হঠাৎ কলিংবেল বাইজ্যা উঠলো......ঘরের ভিতর যত ছুঁড়ি-বুড়ি , বড় কাপড়-ছোট-কাপড় পরিহিতা সশব্দে দরজার দিকে তাকাইলো...... আমিও ব্যাপক টেনশিত !!! কেঠা আইলো !!! পর্ব শেষ !! মেজাজ বিলা হৈল , ঠিক করলাম ,কে কলিং-বেল বাজাইছে তা না দেইখা আমার শান্তি হৈবো না । পরের পর্বে রিক্যাপ দেখানো শুরু হৈলো....... টিং টিং .....আবার সবাই সশব্দে তাকাইলো,একজন দরজা খুললো.......সাঁই সাঁই আওয়াজে কানে আমার ধুন্দুমার .....দরজা খুলতেই দেখা গেলো দন্ত বিকশিত কৈরা দাড়ায়া আছে........................................................দুধওয়ালা !!! '' ম্যাডাম ....আজকা দুধ !! '' ...... মেজাজ বিলা কৈরা ভাবলাম, কি শুরু আর কি শেষ !! বাংলাদেশের অ্যাডগুলাও আজকাল অনেকটা ঐরকম হৈছে.....শুরু আর শেষের কন্টেন্ট নিয়া গবেষনা করা যাইতেই পারে। এই ধরেন বাংলালিন্কের অ্যাড !!!বাংলালিন্কের কোন অ্যাড দেখলামনা,যেইটাতে হিন্দি ষ্টাইলে নাচা-গানা নাই !! মাঝে মাঝে মনে হয়,মিউজিক ভিডিও দেখা শুরু করলাম নাকি !! ধুপধাপ মিউজিক.....''নতুন করে হোক না শুরু '' বইলা তিন আলিফ টান দিয়া একটা বাইট্টা মত মাইয়া খেমটা নাচন শুরু করলো!! আমি ভাবলাম কি শুরু করতে কয়....ওমা পুরা অ্যাডে কোন সিম কার্ড নাই,কোন ফোন নাই !! আছে খালি উদ্বাহু নেত্য !! ২৫ পয়সার জন্য মানুষ এমনভাবে খেমটা নাচন দিতে পারে,তা আমার ধারনায় ছিলনা !! কৈ থিকা বাইট্টামতন ছেমড়িটা আইসা আরেকটা ফেকলা হাসির মাইয়ারে দুইহাত ধইরা নাচা-কুঁদার স্টেজমতন জায়গাটাতে নিয়া আসলো ( আমি ভাবলাম ,আহারে,সুন্দরমতন মাইয়াটার মনে হয় বিয়া .....নাইলে প্যারালাইসিস ) ,সাথে কৈরা দাদুর মতন একখানা বয়স্ক মানুষ (নাচা-কুঁদায় এর ভুমিকা ঠিক বুঝা গেলনা ) .... মোটামুটি বিয়া লাগছে বিয়া লাগছে পরিবেশ !! কিসের কি !! যেইটারে প্যারালাইসিস হৈছে ভাবছিলাম,সেইটা দেখি তুমুল নেত্য মাইরা ফ্লোর কাপাঁয়া ফেলতাছে !! বয়স্ক লোকটাও দেখি এককোনায় হাত-পা ছুইড়া এক বিশাল কাহিনী !! সাথে নাকের উপর দশ-টনি ট্রাক গেছে,এইরকম একটা বিখাউজ থ্যাবড়া নাকের অধিকারী মডেল আইসা ঢিসকিয়া কুর্দন শুরু করছে !! আরেকটা ভদ্রজাতের পুরুষ মডেল কানের উপর হাত দিয়া কাওয়ালী-স্টাইলে লাফাইতাছে!! মোটামুটি নরক গুলজার পরিবেশ !! শেষ অংশে সুন্দর মতন মাইয়াটা দেখি ৪ইন্চি মেক-আপ মাইরা ঘুমাইয়া আছে,আর সখি-সখাগন হইলদা রংয়ের একখানা কেক লৈয়া আইছে ( কি তামশা!! প্রথমে ভাবলাম বিয়া,এখন কেক দেইখা মনে হৈতাছে জন্মদিন !! ) নাক-থ্যাবড়া মডেলটা দেখি পিছন থিকা আবার হাত নাইড়া ঘুমন্ত মডেলরে সাদর সম্ভাষন করতাছে !! ঘুমন্ত মডেল মনে হয় হইলদা কেকের বিখাউজ গন্ধেই ঘুম ভাইঙ্গা তাকাইলেন.....তাকাইয়াই ''ভেক '' কৈরা একটা শিয়াল মার্কা হাস্য দিলেন ( হুদাই .....নির্মাতা কৈছে হাসো,আর হেয় ঘুম থিকা উইঠাই হাস্য মাইরা বসছেন !! ) ........ পুরাই ফাউল !!!!! কি আর কইতাম , সবগুলা অ্যাডেই ২জোড়া লাফাঙ্গা বনে-বাদাড়ে,খালে-বিলে,ট্রেনের উপরে-নিচে লাফায়া বেড়াইতাছে !! হেগো কি আর কোন কাম নাই ??আরো অনেক কোম্পানীর অ্যাড দেখলাম.....অহেতুক কোঁদাকুঁদি আর কোনটাতেই নাই !! আর মডেলগুলাও মাশাল্লাহ!! একটা ছুঁকরিমতন বাদে বাকিগুলার অবস্থা তথৈবচ !! ( সুন্দর আর বান্দরের পার্থক্য বুঝাইতে নাকি এদের পাশাপাশি রাইখা প্রদর্শন করতে হয়,এইরকম কিছু একটা হৈতে পারে ) মোবাইল কোম্পানীর অ্যাডে নাচা-কুঁদার কোন দরকার আছে?? ২ জোড়া লাফাঙা না নাচায়া ঐ টাকাটা নেটওয়ার্কের পিছনে খরচ করলেও আমাগো কামে আসতো !! বাংলালিন্কের কোন কর্তা ব্লগে থাকলে তাকে অনুরোধ জানাই...... পুলা-মাইয়াগুলারে এইবার একটু ক্ষ্যামা দেন,অনেক লাফাইছে....দয়া কৈরা নেটওয়ার্ক আর নেট-এর পিছনে কিছু মালকড়ি ছাড়েন । আর নির্মাতা ভ্রাতঃ মনে হয় কিছুদিন আগেই এফডিসি থিকা ছাড়া পাইছে,তাই তার মোবাইল ফোনের অ্যাডেও নাচা-কোঁদা ছাড়া চলেনা !! এইসব বাদ দিয়া দয়া কৈরা পিতা-মাতা প্রদত্ত মগজখানি ব্যবহার কৈরা কিছু অভিনব অ্যাড বানান ......ছুডবেলায় নিশ্চয়ই ভাবসম্প্রসারন করছেন,''বন্যেরা বনে সুন্দর ......'' , ( মোদ্দা কথা,অ্যাডগুলা ফিলিমেই মানাইতো ) !! তাইলে ঐ পুলাপানগুলার লাভ,আমরা ক্রেতাদের লাভ,আপনাদেরও লাভ !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.