যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় প্রযুক্তি বিষয়ক বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে 'ম্যাজিক কোয়াডরান্ট ফর্ ইউজার প্রভিশনিং' সফটওয়্যারে ওরাকলকে ২০১০ সালের নেতৃস্থানীয় হিসেবে চিহ্নিত করেছে।
গার্টনারের এই প্রতিবেদনটি বিক্রয়, পুরো বিশ্বে উপস্থিতির ধরণ প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে।
গার্টনারের মতে, ওরাকলের ইউজার প্রভিশনিং এর ক্ষেত্রে ভালো রেকর্ড রয়েছে এবং তা অন্য যে কারোর চেয়ে ভালো।বাজারের যে কোন সমজাতীয় পণ্যর সাথে এটা মানানসই।মান বজায় রাখতে ওরাকল নিয়মিতই তাদের এই পন্যটিতে পরিবর্তন এনে থাকে।
'ইউজার প্রভিশনিং সফটওয়্যার' ওরাকল আইডেনটিটি ম্যানেজমেন্টের একটি অংশ। এই সফটওয়্যারটি বিশেষ করে সেসব প্রতিষ্ঠানের জন্য কার্যকরী যেগুলোতে ব্যবহারকারীরা একাধিক সিস্টেমের উপর একাধিক অবজেক্টের প্রতিনিধিত্ব করে।
এ প্রসঙ্গে ওরাকল আইডেনটিটি ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট অমিত জাসুজা বলেন " ব্যবসা প্রতিষ্ঠানগুলো এমন ধরণের ইউজার প্রভিশনিং সফটওয়্যারের খোঁজে আছে যেটা কেবল নিরাপদই নয় ব্যবহার করাও সহজ।আমরা বিশ্বাষ করি গার্টনারের প্রতিবেদনে ২০১০ আমাদের এই অবস্থান বাজারের সবচেয়ে নির্ভরেযাগ্য সফটওয়্যার তৈরিতে নতুন দিগন্ত উম্মোচিত করবে।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।