আমাদের কথা খুঁজে নিন

   

বনগাঁ লোকালের ডেলি প্যাসেঞ্জার - শিল্পী : জানা নেই

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/

আমি বনগাঁ লোকালের ডেলি প্যাসেঞ্জার। । ধর্মতলায় অফিস আমার, চেনে হকার ভ্যান্ডার আমি বনগাঁ লোকালের ডেলি প্যাসেঞ্জার। । ন'টার পরে বাদুড় ঝোলা, ট্রেনে যখন উঠি- ভীড়ের চোটে যায় বেরিয়ে টিফিন খাওয়া রুটি।

"বাবাগো-মাগো" বলে ঠেলে কেউ উঠলো কোলে। । চেয়ে দেখি নয়সে পুরুষ, হিজড়ে মাসির কারবার। আমি বনগাঁ লোকালের ডেলি প্যাসেঞ্জার। ।

ভীড়ের চাপে সুজোগ খোঁজেন গুনধর ঐ পকেটমার, হাত থেকে কেউ ঘড়ি টানে- সুড়সুড়ি দেয় বার বার। মেয়েদের চ্যাঁচামেচি- মরে ভাই বেঁচে আছি। । মনের সুখে গান করে কেউ- বিড়ি টানে বার বার। আমি বনগাঁ লোকালের ডেলি প্যাসেঞ্জার।

। শিং নেই তবু রেগেমেগে গুঁতোগুঁতি চলে, ঠ্যালায় পড়ে না চিনে কেউ- বাপকে "দাদা" বলে। তার উপর লোডশেডিং কি করে ফিরবো সেদিন? দিনে দিনে জনসংখার বেহিসেবী কারবার। আমি বনগাঁ লোকালের ডেলি প্যাসেঞ্জার। ধর্মতলায় অফিস আমার, চেনে হকার ভ্যান্ডার আমি বনগাঁ লোকালের ডেলি প্যাসেঞ্জার।

। শিল্পী : জানা নেই গান ডউনলোড ব্যাকআপ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।