আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি কিছু লিখবো, হয়তো কিছু লোক আমাকে ছাগু বানাবে, তাদের কাছে আমার প্রশ্ন আমি কি সত্যি নাস্তিক না ইসলাম বিদ্বেষী?

ব্লগে শুরু হয়ছে এদানিং একটা ক্যাচাল আর সেটা হল এ নাস্তিক ও নাস্তিক, সে ধর্ম নিয়ে ব্যবসা করে, তাকে নিশিদ্ধ করতে হবে, সে রাজাকার ছিল , ওমুক পত্রিকা রাজাকারের দালাল। এতকিছু শুনতে শুনতে কানটা ঝালা পালা হয়ে গেল, টিভি তো দেখতেই পারি না কারন বউ আবার সিরিয়াল ভক্ত, মাঝে মাঝে খবর টাই একটু দেখি তাও এদানিং সেটার প্রতিও বিরক্ত ধরে গেছে। যাই হোক যা বলতে এসেছি বলে ফেলি-- আচ্ছা নাস্তিক মানে কি ? সোজা কথায় এর উত্তর সৃষ্টি কর্তায়( আল্লাহ , ভগবান, ইশ্বর, গড ,প্রভু) যার বিশ্বাস নাই( যদি ছোট বেলায় ভুল শিখে না থাকি)। হতে পারে তার মুসলিমের ঘরে জন্ম অথবা অন্য যেকোন ধর্মের । কিন্তু বর্তমানে দেখছি নাস্তক্যবাদের সংগাটাই পাল্টে ফেলেছে আমাদের কিছু আলোচিত ব্লগার রা যেমন : ............................ সবাই জানেন তাই আর উল্লেখ করলাম না কারন নাস্তকের চোখেও সব ধর্ম একই হওয়ার কথা কিন্তু তা না হয়ে দেখছি তারা একটা বিশেষ ধর্ম কে ল্যাংটা করার যুদ্ধে নেমেছে, আর সেই বিশেষ ধর্ম টা হল ইসলাম, কেন রে ভাই তুই তো নাস্তিক তুই তাহলে তুই কেন শুধু ইসলাম কে নিয়ে এতো মরছিস, ঐ যে ধর্মের লোক দের ধন( সোনা) বড় তাদের ধর্ম গুরু কে নিয়ে তো কটাক্ষ করার সাহস পাস না, কেন তই না নাস্তিক, মসজিদ মন্দির গির্জা সবই তো তোর কাছে একরকম হওয়ার কথা। পাঠক বলার আছে অনেক কিছুই কিনতু সময়ের অভাব, আপনাদের কাছে একটাই প্রশ্ন এটাই কি নাস্তিকতা না একটা বিশেষ ধর্মের প্রতি বিদ্বেষ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।