চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল (৪২) তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা থানায় খুন, চাঁদাবাজি, অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে। বিল্লালের বাড়ি দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামে।
জানা যায়, সহযোগীদের সঙ্গে বিল্লালের বৈঠকের খবর পেয়ে পুলিশ ওই বাগানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কয়েক রাউন্ড গুলি বিনিময়ের পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থলে বিল্লালের লাশ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি বোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।