আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ফটোশপ ছাড়াই একাধিক ফটোকে একটি ফটোতে পরিণত করি খুব সহজে

কেমন আছেন টিটি এর সব সদস্যরা ? আজ আমি অনেক দিন পর পোস্ট দিচ্ছি । টাইম না পাওয়ার জন্য আজকাল আর আগের মত পোস্ট দিতে পারি না, এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত । যাক আসি মুল কথাতে । আজ আমি আপনাদের শেখাবো কিভাবে অনেক গুলো চবি কে একটি ছবিতে অ্যাড করবেন । কি ভাবছেন ? ফটোশপ দিয়ে কাজ করব ? আরে নাহ ! আমি নিজেই তো ফটোশপ এর কাজ ভালো পারিনা তো আপনাদের শেখাবো কি ? আমরা ফটো গুলোকে অ্যাড করার জন্য একটা ছোট্ট টুল ইউজ করব তার নাম Picture Merge Genious ।

তো চলুন এবার কাজে নামি । প্রথমে ছোট্ট এই টুলটা ডাউনলোড করে নিন এখান থেকে । 1. ডাউনলোড করে ইন্সটল করুন এবং রান করান । এরপর সবথেকে উপরে থাকা New তে ক্লিক করুন ।
2. New তে ক্লিক করলে দেখবেন আপনি একটা নতুন উইন্ডো পাচ্ছেন, সেখান থেকে Create new picture with step by step সিলেক্ট করুন ।

এরপর তার নিচে থাকা Select a sample picture এর পাশে থাকা ছোট্ট বক্স এ ক্লিক করে যেকোনো একটা ছবি সিলেক্ট করুন । এরপর Next এ ক্লিক করুন ।
3. এরপর Original Dimentions এ ক্লিক করে Next এ ক্লিক করুন ।
4. এরপর Add এ ক্লিক করুন । সেখান থেকে যে যে ছবি গুলোকে আপনি একটা ছবিতে পরিণত করতে চান সেগুলো সিলেক্ট করুন এবং সবশেষে Finish এ ক্লিক করুন ।


5. ব্যাস দেখুন তো আপনি একটা ছবি পেয়ে গেলেন যেটা তো আপনার সিলেক্ট করা সব ছবি গুলোই আছে তাই না ? হম ! তাই ই থাকবে । সেখান থেকে আপনি নিজের ইচ্ছা মত ছবি গুলোকে সাইজ দিন, জায়গা পরিবর্তন করুন ।
6. আহ ! কাজ প্রায় শেষ । অবশেষে ctrl+s press করুন আর ছবিটাকে সেভ করে ফেলুন ।
তাহলে দেখুন এতদিন এই ছোট্ট কাজটাকে নিয়েই কত টেনসান এ ছিলেন তাই না ? আর নো টেনসান ।

আপনি এভাবে অনেক ছবিকেই একটি ছবিতে অ্যাড করতে পারবেন ।
আজকে এ পর্যন্তই রেখে বিদায় নিচ্ছি । সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো জানাবেন । বি.দ্র- সফটওয়্যারটার ফুল ভার্সন আমি এখনো পাই নাই, যখন পাব তখন ই শেয়ার করব আপনাদের সাথে । আমি দুঃখিত যে আপনি যখন এই ছবিটা Save করে Open করবেন তখন একটা ছোট্ট লেখা চলে আসবে ।

আর একটা কথা আমি টিটি তে আসার টাইম এ পাই না এজন্য কোন প্রব্লেম হলে এখানে কমেন্ট করলে রিপ্লাই পাবার সম্ভাবনা কম তাই কোনো রুপ প্রব্লেম হলে আপনি আমাকে ফেসবুকে মেসেজ করুন । আমার ফেসবুক আইডি এখানে ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।