আমাদের কথা খুঁজে নিন

   

এবার আপনি অনলাইনেই করবেন ফটোশপ এর কাজ! (ফটোশপ এর অনলাইন ভার্সন)

"অতি বাড় বেড়োনা, ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়োনা, ছাগলে মুরাবে" ফটোশপ এর সংজ্ঞা দেবার কোন প্রয়োজন বোধ করছি না এই মুহূর্তে, সেই সাথে এর কাজ সম্পর্কেও। আমার কাছে মনে হয় যে যারা নেট চালাচ্ছেন, ব্লগ পড়ছেন তাদের সকলের পিসিতেই এই সফটওয়্যারটি রয়েছে এবং আপনি হয়তো এর কাজ না জানলেও মাঝে, মাঝে গুতাগুতি করে থাকেন। আর যাদের প্রফেশনই ফটোশপ কে ঘিরে তাদের জন্য কিছু বল্লাম নাহ ফটোশপ সফটওয়্যার টির সাইজ কতো?? আমার কাছে রয়েছে এক পুরনো ভার্সন। সেটাই প্রায় ৪০০ মেগার মতো!! আর যাদের কাছে নতুন ভার্সন রয়েছে তাদের টা নিশ্চয়ই আরো বেশি হবেই। তবে আজকের এই সফটওয়্যারটির কোন নির্দিষ্ট সাইজ নেই, কারণ তা সম্পূর্ণই অনলাইনে।

আপনার যদি নেট কানেক্ট থেকে থাকে তবে আপনি পিসিতে ফটোশপ না সেটআপ করেই, এখান থেকে কিছুটা কাজ চালিয়ে নিতে সক্ষম হবেন (উপরের চিত্রে দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন ফটোশপ এর লুক) এর দ্বারা বলা চলে ফটোশপ এর অনেক কাজই আপনি অনলাইনে বসে করতে পারবেন। যেমন ধরুন উপড়ের টি একটি নরমাল পিকচার। প্রথম পিকচার টির মাঝে filter দেয়ার পর। ঠিক এরকম ভাবে আপনারা যারা ভালো ফটোশপ এর উপর দক্ষতা অর্জন করেছেন তারা আরো অনেক কিছুই করতে পারবেন এই সাইট দ্বারা চলুন তবে এবার সাইটটির সাথে পরিচিত হয়ে নিজে, নিজেই শুরু করেই বিভিন্ন ভাবে ফটোশপ এর কাজ ►►►►► অনলাইনে ফটোশপ ভার্সন ◄◄◄◄◄ আশা করছি সকলেরই আমার মতো এই ফটো এডিটর টি পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.