।
:::অনুষ্ঠান শুরুর আগে-
উপস্থাপক : ম্যাডাম,আপনি রেডি?
ইভা : প্লিজ একটু দাঁড়ান,ডাণ্ডা লাগানো বাকি।
উপস্থাপক : (শঙ্কিত কণ্ঠে) ডাণ্ডা?
ইভা (বিরক্তির সাথে) : আরে ভাই,লিপস্টিক। ইংলিশ বলা বাদ দিছি,মাহফুজ বুঝতে পারে না। বইলা আর লাভ কি।
উপস্থাপক : ও আচ্ছা।
::::১৫ মিনিট পর-
উপস্থাপক : আপা,এইবার রেডি?
ইভা : (আয়নায় দেখতে দেখতে...) এঁ..এঁ. এঁ...ঠিকাছে শুরু করেন।
:::অনুষ্ঠান শুরু-
উপস্থাপক : সুপ্রিয় দর্শক Lol Nite অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আজকে অথিতি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গিত শিল্পী ইভা রহমান। তিনি মূলত কমেডি স্টাইলের গান নিয়ে কাজ করেন।
চলুন এ ব্যাপারে আমরা কথা বলি ইভা আপার সাথে। আপা,কেমন আছেন।
ইভা : কিভাবে ভাল থাখি,ব্যাথায় ব্যাথায় অস্থির।
উপস্থাপক : কিসের ব্যাথা আপা?
ইভা : কিসের আবার কানের। সাত সকালে উঠেই মাহফুজ রেওয়াজ শুরু করে দেয়।
আগে শুধু আমি করতাম। নিজেরটাই সহ্য করতেই জান বের হয়ে যায়,আরেকজনেরটা কিভাবে সহ্য করি। ইভা রহমান বলে কি আমি মানুষ না?
উপস্থাপক : আপনি উনাকে রেওয়াজ করতে মানা করেন না?
ইভা : তাইলেই হইছে,আর জীবনে অ্যালাবাম বের করতে হবে না। আমার গায়ক জীবনের এইখানেই ইতি। সরি,সরি গায়িকা জীবনের।
শুনেন,এ অংশটা এডিট করে দিয়েন।
উপস্থাপক : সরি আপা,এটা লাইভ অনুষ্ঠান।
ইভা : লাইভ হইলে কি সমস্যা। অনুষ্ঠান তো কম্পিউটারের মধ্যে দিয়েই যায়,তখন এডিট করে দিয়েন।
উপস্থাপক : দুখিত আপা,লাইভ সম্প্রচার হচ্ছে।
ইভা : (কান চুলকে) এঁ..এঁ. এঁ..আচ্ছা ঠিকাছে।
উপস্থাপক : যাই হোক,আপা আপনি সঙ্গীতে এত ধারা থাখতে কমেডি ধারা বেছে নিলেন কেন?
ইভা : কে বলেছে আমি কমেডি ধারা বেছে নিয়েছি। আমি সব ধরনের গান গাই। রবীন্দ্র,নজরুল,ভাওয়াইয়া ভাটিয়ালি,কাওয়ালী সব কিছুতেই আমার সমান দখল। ।
অবশ্য আমার নিজের বেশি পছন্দ্যের সাস্রয়ী সঙ্গীত।
উপস্থাপক : সাশ্রয়ী সঙ্গীত?
ইভা : সরি সরি,শাস্ত্রীয় সঙ্গিত।
উপস্থাপক : ও আচ্ছা...আমার মনে দর্শক বুঝে নিয়েছেন। যাই হোক আমরা এবার একজন দর্শকের ফোন নিবো; হ্যালো হ্যালো।
দর্শক : হ্যালো,হ্যালো.......
উপস্থাপক : হ্যাঁ,দর্শক,আমরা আপনাকে শুনতে পাচ্ছি,আপনার নাম বলে প্রশ্ন করুন!
দর্শক : আমি ইদ্রিস মাস্টার বলিতেছি বসন্তপুরের থাখিয়া।
ম্যাডাম আপনার বরাবরে আমার নিবেদন এই যে,আমার মেয়েটা কিছুদিন হইল বেশ ভাল গানা গাহিতেছে। উহা উন্নতির চরম সীমায় পৌঁছাইবার একান্ত চেষ্টায় রত। ইহার নিমিত্বে কিভাবে উহার যত্ন লইতে হইবে বলিয়া মহোদয়া মনে করেন?
ইভা : (টেলিফোনের দিকে ইঙ্গিত করে) কি বললেন উনি?
উপস্থাপক : তা বুঝিলে তো তুমি মানুষই হইতে ইভা রহমান হইতে না।
ইভা : কি বলেছেন?
উপস্থাপক : কিছু না কিছু না। আপা,লাইনটা বোধহয় কেটে গেছে।
আচ্ছা আপা,আমরা এখন আরেকটা ব্রেক নিবো। দর্শক বিরতির পরে আমরা আবার আসছি ইভা রহমানকে নিয়ে।
বিরতির সময় ::
প্রোডিউসার : এই সূর্য মাহফুজ স্যার ফোন দিছে,ইভা রহমানের সাথে কথা বলবে। লাইন দিতেছি।
মাহফুজ : (ভাঙা কণ্ঠে) আমি ড. মাহফুজুর রহমান।
ইভা তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এক্কেবারে ছোট্ট বাচ্চাদের মত।
উপস্থাপক : স্যার আপনার গলার কি হয়েছে,আপনি কি অসুস্থ?
মাহফুজ : তুম চুপ রাও বেয়াত্তমিজ। আমার আর ইভার কথার মাঝখানে তুমি কেন কথা বল। চিকন করার গলা জন্য দড়ি দিয়ে বাঁধছি।
আর এই অনুষ্ঠানে ইভারে নেয়ার বুদ্ধিটা কার। মুন্নির নাকি?খাড়াও এর পরের বার অফিসে আইসা আমি ওরে যদি TTTTTT না করছি তো...
উপস্থাপক : সরি স্যার। সরি।
মাহফুজ : কিসের সরি। অনুষ্ঠান এক্ষনি বন্ধ কর।
আমার একটা গান চালাও......গান শুনতে ইচ্ছা করতেছে।
:::বিরতির পরে-
উপস্থাপক : দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপা,আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
ইভা : আপনাকেও ধন্যবাদ। মাহফুজকে ও ধন্যবাদ।
দর্শকদের ও ধন্যবাদ।
উপস্থাপক : দর্শক অনিবার্য কারন বশত আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমরা এখন ড. মাহফুজুর রহমানের স্বকণ্ঠে গাওয়া গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করবো। সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।