নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক তোমার চিঠি নীল খামের আবরনে বন্দী বিস্ময় তোমার চিঠি আমার শৈশবের রঙ্গীন ঘুড়ির আকাশছোঁয়া তোমার চিঠি কৈশোরে শত অনুরোধে পাওয়া সাইকেল তোমার চিঠি যৌবনে প্রিয়তমার লাজুক হাসি তোমার চিঠি পালিয়ে বিয়ে করে ভালোবাসা রক্ষা তোমার চিঠি শত কষ্টেও ভালোবাসি বলা তোমার চিঠি বার্ধক্যে বৃদ্ধনিবাস না খোঁজা তোমার চিঠি মানে সব পাওয়ার আনন্দ। (আজ আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমার কবিতার খাতাগুলো উদ্ধার করলাম। আমি যখন, এইস.এস.সি পাস করে কোথাও ভর্তি হচ্ছিলাম না। সারারাত ধরে ভবঘুরের মত ঘুরে সারাদিন ঘুমাচ্ছিলাম। তখন সে আমার কবিতার খাতাগুলো জব্দ করে নেয়। শর্ত ছিলো, তার কথামত চললে,ফেরত পাবো। আজ ফেরত পেলাম। ৫ বছর পর। )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।