আমাদের কথা খুঁজে নিন

   

Avast! এর চমক!! আপনি কি জানেন?

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে কথা না বাড়িয়ে শুরু করছি আজকে আমার দিতীয় পোষ্ট। Avast! ফ্রী এন্টিভাইরাস অথবা ইন্টারনেট সেকুরিটি এখন সবচেয়ে বেশি ব্যবহারিত হচ্ছে। Avast! ভাইরাস ধরে খুব তারাতাড়ি এবং তা আপনার অনুমতি না নিয়ে Delete করে না। বর্তমানে যে এন্টিভাইরাস গুলো মানুষ বেশি ব্যবহার করে থাকে সেগুলো হলো............... ১। কাস্পারস্কি (Kaspersky) ২।

নরটন      (Norton) ৩। এভাস্ট!    (Avast) ৪। অ্যাভিরা    (Avira) ৫। এভিজি     (AVG) ৬। ইউএসবি প্রটেক্ট ইত্যাদি ইত্যাদি।

আমি প্রায় সবগুলোই ব্যবহার করেছি। আমি বলতে পারি যে এভাস্টের মতো কোন টাই হয় না। এভাস্ট এর লাইসেন্স তো ১ বছরের আছে ২৫ বছরের আছে ৩৮ বছরের ও লাইসেন্স Avast এর লেটেস্ট ভার্সনে । আগে চলুন লেটেস্ট ভার্সন টি Dawnoad করি। ডাউনলোড নাউ এবার ইন্সটল করুন সফটওয়ারটি।

এবার হাইড বারে দেখুন avast এর আইকোন এ ডাবল ক্লিক করে Maintanance বাটনে ক্লিক করুন। তারপর Update এর নিচে Registration বাটনে ক্লিক করুন। এরপর লাইসেন্স বাটনে ক্লিক করে সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিন। বাস কেল্লাপথে। ১ বছরের সেরিয়াল _____________________________________________ W38238872H4200A1106-J8NESC6V W36084977H3000A1106-D0CFW519 ______________________________________________ ______________________________________________ ২৫ বছরের সেরিয়াল Avast License Key Valid until 2038       : W6754380R9978A0910-4TZ59467 ________________________________________________ ৩৮ বছরের সিরিয়াল।

এটা ফাইল। ডাউনলোড মেডিফায়ার
এটা কিন্তু অনেক কষ্ট করে লেখা। আপনারা কমেন্টে কপি পেষ্ট বলে টেকটিউন্সে আজেবাজে কথা লিখবেন না। আমার ফ্যান পেজ like দিবেন প্লীজ। Facebook
ভুল হলে ক্ষমা করবেন এই আশায় শেষ করছি।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.