আমাদের কথা খুঁজে নিন

   

আয়রনম্যানে সমাধান খুঁজছে এইচটিসি

অ্যাপল, স্যামসাং, এলজির স্মার্টফোন বাজারে জনপ্রিয়তায় ধুঁকতে হচ্ছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসিকে। জনপ্রিয়তা বাড়াতে ‘আয়রনম্যান’খ্যাত হলিউডের অ্যাকশন হিরো রবার্ট ডাউনি জুনিয়রের কাছে সমাধান খুঁজছে প্রতিষ্ঠানটি। মোদ্দা কথা হচ্ছে, এইচটিসির জন্য বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন রবার্ট ডাউনি জুনিয়র ।  এইচটিসির প্রচারণার জন্য এক কোটি মার্কিন ডলার পেয়েছেন আয়রনম্যান খ্যাত এ অভিনেতা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে টিভি প্রচারিতব্য বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন তিনি।

‘বিগ থিংস অ্যাহেড’ নামে একটি ইউটিউবে টিজার ভিডিও উন্মুক্ত করেছে এইচটিসি।  এইচটিসির পরিকল্পনা অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্র্যান্ডের প্রচারণা ও এইচটিসি পণ্য জনপ্রিয় করতেই তৈরি হবে এ বিজ্ঞাপনচিত্রটি।  বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, ২০১২ সালের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এইচটিসির লাভ ২২ শতাংশ কমে গেছে। বর্তমানে স্মার্টফোন বাজারের চার দশমিক ছয় শতাংশ এইচটিসির দখলে যা ২০১২ সালে ছিল আট দশমিক আট শতাংশ। বর্তমানে স্মার্টফোনের বাজারের ৩০.৩ শতাংশ স্যামসাংয়ের দখলে আর অ্যাপলের দখলে ১৯ দশমিক এক শতাংশ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.