আমাদের কথা খুঁজে নিন

   

সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা

মঙ্গলবার বিকালে হোটেল রেডিসনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানো নিয়ে আইসিসির তদন্ত প্রতিবেদন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মোট নয় জনের বিরুদ্ধে বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)।
এদের মধ্যে সাত জনের বিরুদ্ধে ফিক্সিংয়ের জড়িত থাকার অভিযোগ এবং বাকি দুজনের বিরুদ্ধে ফিক্সিংয়ের ষড়যন্ত্রের বিষয়টি জেনেও কর্তৃপক্ষকে অবগত না করার অভিযোগ আনা হয়েছে।
ডেভিড রিচার্ডসন বলেন, আইসিসির আইন অনুযায়ী ফিক্সিংয়ের অভিযোগে কেউ দোষী সাব্যস্তে হলে তাকে পাঁচ বছর থেকে সর্বোচ্চ আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
আর কারো বিরুদ্ধে ফিক্সিংয়ের ষড়যন্ত্রের বিষয়টি জেনেও কর্তৃপক্ষকে অবগত না করার অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর আইসিসি ও বিসিবির সব ধরনের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
বাংলাদেশে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন আইসিসি প্রধান।
তিনি বলেন, একজনকে চেয়ারম্যান করে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) গঠন করবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.