আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতকর্মীদের ধাওয়ায় জীপ উল্টে নিহত ১

নিহত হামিদুল হক (৪০) কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার মাস্টার পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে।
মঙ্গলবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও সন্ধ্যার পর বিভিন্ন স্থানে চোরাগুপ্তা চালায় জামায়াত-শিবিরকর্মীরা। তারা প্রায় ১০টি যানবাহন ভাংচুর করে, যার মধ্যে খরুলিয়াতেই ৫টি গাড়ি ভাংচুর হয়েছে।
ওসি জসীম বলেন, “রাত সাড়ে ৮টার দিকে একদল জামায়াত-শিবির কর্মী কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অবস্থান নিয়ে যানবাহনে হামলা শুরু করলে পালাতে গিয়ে একটি জীপ উল্টে গেলে ঘটনাস্থলেই হামিদুলের মৃত্যু হয়।


আহতরা হলেন- রামুর রাজারকুল ইউনিয়নের রমিজ আহমদ (৪৫), নুরুল আলম (৪০), তার কন্যা নাজমা (৮), খরুলিয়ার মোহাম্মদ শফি (৭০), রামুর উত্তর মিঠাছড়ির নুর আহমদ (২৪), জীপের চালক রামুর মেরুংলোয়া এলাকার শুভংকর বড়ুয়া (৩০) ও চার মাস বয়সী শিশু রিয়ান।
হতাহতের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এঘটনায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে বলেও জানা তিনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানান, হামিদুলের মৃত্যুর ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
গত ১ অগাস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ১২ ও ১৩ অগাস্ট টানা ৪৮ ঘন্টার হরতাল ডাকে।

পরে তা পিছিয়ে ১৩ ও ১৪ তারিখ করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।