আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াকাটাকে থানা ঘোষণার দাবি

বুধবার সকাল ১০টায় কুয়াকাটা সৈকতের কোল ঘেঁষে প্রায় তিন কিলোমিটার জুড়ে মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
পরে দুপুরে কুয়াকাটা থানা বস্তবায়ন কমিটির সদস্য সচিব নাসির উদ্দিন বিপ্লব পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন।
কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে জানান, কুয়াকাটার গুরুত্বকে উপেক্ষা করে পাশের একটি এলাকাকে থানা ঘোষণার চেষ্টা চলছে।
“এটা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে ধ্বংসের অপচেষ্টা। অসংখ্য ব্যবসায়ী কুয়াকাটায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। তারা উদ্বিগ্ন।”
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন, কুয়াকাটার ব্যবসায়ী, কুয়াকাটা শিল্পীগোষ্ঠী, পৌরবাসী, লতাচাপলী ইউনিয়ন ও ধুলাসার ইউনিয়নের সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.