বুধবার সাতক্ষীরা সদর থেকে ৩ জন, কালিগঞ্জ উপজেলায় ২ জন, দেবহাটায় ৩ জন ও আশাশুনি উপজেলা থেকে আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তফা কামাল বলেন, হরতালের সমর্থনে সকালে শহরের তালতলা এলাকায় সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল।
এ সময় তিনজন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া, কালিগঞ্জ উপজেলার কাজলা এলাকা থেকে ২ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ওসি আব্দুল বারী বলেন, উপজেলার সখিপুর ও পারুলিয়ায় হরতালে পিকেটিং এর সময় ৩ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি ফরিদউদ্দীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।