আমাদের কথা খুঁজে নিন

   

সামুরে সামু, তুমি কখন কার মামু -২

লিখি না, পড়ি.... বিভিন্ন ব্লগে নাস্তিকদের কার্যকলাপ নতুন করে প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করে দেশব্যপী ধর্মীয় বিষ বাস্প ছড়িয়েছে জাতীয়তাবাদী পত্রিকা আমারদেশ আর তার সম্পাদক বাংলার ডিজিটাল বাল-ঠাকরে মাহমুদুর রহমান। ফলে নাস্তিকদের অভয়ারন্য সামুব্লগ আর আমু ব্লগের উপর সরকারী খড়গ অত্যাসন্ন বলা যায়। সামু সর্বদাই ছাগুদের খোয়াড় আর নাস্তিকদের অভয়ারন্য। অবশ্য সামু'র হিটের পরিমান টাও এ কারনে বেশী বলা যায়। মত প্রকাশের স্বাধীনতা কথাটা সর্বদা চলে না।

বিশেষ করে বেকুব ছাগু আর শঠ নাস্তিকদের বেলায়। আজ ব্লগে ঢুকে দেখি "@নয়া পাগল" নামের এক বলদ পোস্ট দিছে স্বয়ং জানা'র নামে কিছু আবালীয় প্রলাপ করে। http://www.somewhereinblog.net/blog/nawyapagol আর পোস্টে জানা ও "দেখা যাক, কে কি বলে" এ জাতীয় কমেন্ট করেছেন । মেজাজ বিলা করে কমেন্ট লিখে মাউস চেপে দেখি -পোস্ট আউট। আমার প্রশ্ন এসব পাগলের পোস্ট কেন সঙ্গে সঙ্গে সরানো হল না? আবার ধীবরের পোস্টে জানলাম "থাবা-বাবা'র শোকের নোটিশও গায়েব হয়েছে আজ ।

মডু, তুমি শোকের নোটিশ ঠিক কি কারনে ঝুলিয়ে ছিলে? শাহবাগ আন্দোলনে গদ-গদ হয়েছ, না? জীবদ্দশায় সে সামু'তে কি পোস্ট লিখে কি সম্রিদ্ধি এনেছে শুনি? যতসব স্টানবাজি ! জানা, স্বরন করতে পারেন, আসিফ মহিউদ্দীনের জন্য কত জনকে আপনি শাস্তি দিয়েছেন? দয়া করে পরিচ্ছন্ন ব্লগ গড়ুন, নিয়ম ভঙ্গকারী সকল বিষয়ে ব্যবস্থা নিন!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.