আমাদের কথা খুঁজে নিন

   

আসুন অন্তত্য আমার কাছের মানুষটিকে ইভটিজং থেকে বিরত রাখি

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

আমরা যে যাই বলি না কেন সামাজিক ভাবে যদি ইভটিজিং বন্ধ না করার চেষ্টা করি তাহলে শুধু আইন বা বিচার করে বন্ধ করা সম্ভব নয়। ইভটিজিং যারা করে তারা আমাদের সমাজেরই মানুষ। আমাদের কারো ভাই, ভাতিজ, ভাগিনা, ক্লাশমেট বা বন্ধু এমনই কেউ। এদের মধ্য থেকেই আমার মা, বোন, ভাতিজি, ভাগনি, বান্ধবী বা ক্লাশমেটকে টিজ করে। দূরের কেউ এসে সহজে এটা করতে সাহস পায়না।

আইনের মারপ‌্যাচে এই সকল অপরাধী পার পেয়ে যায়। কিন্তু ক্ষতিগ্রস্থ হয় ইভটিজিং এর স্বীকার মেয়েটি। তাই আসুন নিজে সহ আমার কাছের মানুষটিকে ইভটিজিং থেকে বিরত রাখি। আর যদি আমার কাছের কেউ এটা করে থাকে তাহলে তাকে যেন কোন ভাবেই প্রশ্রয় না দেই। বরং তাকে যেন দাঁড় করাই বিচারের কাঠগড়ায়।

আজ সময় এসেছে আমার কাছের মানুষটিকে ইভটিজিং এর হাত থেকে রক্ষা করার জন্য এমন একটি কঠিন সিদ্ধান্ত নেবার। আর তা হলেই সম্ভব ইভটিজিং বন্ধ করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।