আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখী টেলিভিশনের সাংবাদিক কামরান করিমের সন্ধান পাওয়া গেছে সিরাগঞ্জের উল্লাপাড়ায়।ঘটনাস্থলে যাচ্ছে ডিবি পুলিশ ও বৈশাখীর একটি প্রতিনিধি দল



আপডেট : বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরান করিমকে বুধবার বিকেল সোয়া তিনটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রেল স্টেশন সংলগ্ন আমান ফিল্ডের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। থানার ওসি তাজুল হুদা জানান, মোবাইল ফোনে সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে অচেতন অবস্থায় সাংবাদিক কামরানকে উদ্ধার করেন। পরে তাকে থানায় এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জ্ঞান ফেরার পর নিরাপত্তার স্বার্থেই কামরান নিজেই পুলিশের কাছে কোনো তথ্য দিচ্ছেন না বলে ওসি জানিয়েছেন। ঢাকা থেকে বৈশাখী টেলিভিশনের একটি দল ও ডিবি পুলিশের একটি দল উল্লাপাড়ার উদ্দেশে রওয়ানা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম এদিকে বাংলা নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি সুলতানা ইয়াসমিন মিলি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ওই সিমেন্ট কারখানার সামনে একটি মাইক্রোবাস থেকে সাংবাদিক কামরান করিমকে ফেলে দেওয়া হয়। পথচারীরা তাকে অচেতন অবস্থায় পেয়ে উল্লাপাড়া থানা পুলিশকে জানান। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ঢাকার বাসা থেকে অফিসের উদ্দেশে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। এ বিষয়ে কামরানের স্ত্রী নাজিয়া বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।