আমাদের কথা খুঁজে নিন

   

২০০১-মতিউর রহমান মল্লিক



মতিউর রহমান মল্লিক ২০০১ আবার জনতা বাঁক নেবে বলে সমূহ ক্রান্তিকালের পার হয়ে যায় বিষিত ঘূর্ণাবর্ত অথবা ওঁতপাতা কালো পথ। আবার জনতা পাশ ফেরাবার উদ্যোগ নেবে বলে সাহসের দিন রাজপথে এসে নামে। আবার স্বদেশ মাথা উঁচু করে যেন হায়নার চোখে তের কোটি তীর ছেড়ে। আবার সময় ঘুরে দাঁড়াবার প¯ত্ততি নেয় দেখোÑ উত্তর গেট পল্টন মোড় অথবা বাংলাদেশ শোগানে শোগানে আগুনের লেলিহান। মুখ গুঁজে থাকা সমন্ত অধিকারÑ হঠাৎ মিছিলের আক্রোশে ফেটে পড়ে যেন বজ্রপাতের মতো মুখ খুলে দেয় অগ্নিগিরি দু:শাসনের দুই গালে পড়ে টোল নিপীড়িতদের অনুভূতি নড়ে ওঠে তোমার আমার উদ্যত বিদ্রোহ চিরবিপবী জনতার হাতে হাত কাঁধে কাঁধ চলে ভ্র“পেহীন ঝড়ের দিগন্তরে। এবং এখন জীবনের পাশে সমগ্র বরাভয় এবং এখন মানুষের পাশে ক্রমাগত উত্থান এবং এখন জনতার পাশে যুদ্ধে যাবার সমস্ত তরুন এবং এখন জনতার পাশে অপ্রতিরোধ্য মুক্তির সংগ্রাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।