আমি বাংলার গান গাই , আমি বাংলার গান গাই , আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজেঁ পাই।
একটা স্ক্যানার কিনব। কিন্তু স্ক্যানার সম্পকে আমার খুব ধারনা নেই। কোন বেশষ্ট্যা ত্ত আমার জানা নেই। স্ক্যানার দাম কি হিসেবে হয়।
কতটাকা দিয়ে একটা ভাল মানের স্ক্যানার পাব।
আমার বাজেট ২৫০০- ৩০০০
এর মধ্যে কি পাব ভাল কোন স্ক্যানার ।
যদি কেউ জেনে থাকেন । প্লিজ জানান।
আমি স্ক্যানার ব্যাবহার করব বই স্ক্যানার করার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।