সিরাজগঞ্জের কামারখন্দে যৌতুকের দাবীতে শ্বশুর বাড়ির লোকেরা রত্না খাতুন (২৩) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত রত্না উপজেলার দৌলতপুর ইউনিয়নের রসুলপুর উত্তরপাড়া গ্রামের মোকলেছুর রহমান সোহাগের স্ত্রী ও ভদ্রঘাট ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সবুর সরকারের মেয়ে।
গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের লোকেরা জানান, প্রায় ৮ বছর আগে ডিপ্লোমা প্রকৌশলী মোকলেছুর রহমান সোহাগের সাথে রত্না খাতুনের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
সোহাগ স্ত্রীকে বাড়িতে রেখে কুমিল্লায় গ্রামীণফোন টাওয়ারে চাকুরী করতো। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ প্রায় তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। গতকাল রাতে ঝগড়ার একপর্যায়ে রত্নাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।
নিহতের বাবা সবুর সরকারের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকেরা তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে বিষয়টি আত্মহত্যা হিসাবে চালানোর চেষ্টা করছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সকালে স্বামীর ঘরের খাটের উপর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
আত্মহত্যার প্রচারনা চালানো হলেও সূরতহাল প্রতিবেদনে তেমন আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করেই রত্নাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা সবুর সরকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।