আমাদের কথা খুঁজে নিন

   

XEROX - আধুনিক কম্পিউটারের হতভাগ্য জনক

একজন নগন্য মানব।

১৯৮১ সালে আইবিএম তাদের প্রথম পার্সোনাল কম্পিউটারের মদেল বাজারে ছাড়ে। সে থেকেই শুরু হয় আধুনিক কম্পিউটারের যুগ। আমরা ঘরেঘরে যত রকম কম্পিউটার ব্যবহার করি না কেন তার মূল ডিসাইন আইবিএম কপমিউটার থেকেই এসেছে। মনিটর, কীবোর্ড, সিপিইউ সবই ছিল আইবিএম কমপিউটারে।

তবে তখনকার অপারেটিং সিস্টেম ছিল, শুধু টেক্সট বেইজড, অর্থাৎ তাতে কিছু অক্ষরই দেখা যেত। কমপিউটারে ছবি আসে আরো অনেক বছর পরে। কিন্তু এই সবই যদি আরো ১০ বছর আগে আসতো তাহলে আজকে আমরা কি পেতাম ভেবেছেন কি? ১৯৭৩ সালে ফটোকপিয়ার মেশিন নির্মাতা কম্পানি তৈরি করে প্রথম কমপিউটার যাতে ছিল, কিবোর্ড, মাউস, প্রিন্টার এবং গ্রাফিকার অপারেটিং সিস্টেম। আর তার নাম ছিল, Xerox ALTO আর সেই কমপিউটারে আরো ছিল, 1. গ্রাফিকাল ইন্টারফেস 2. লেসার প্রিন্টার 3. ভিডিও আনিমেশন 4. টেক্সট এডিটর 5. অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং আপনারা অনেকেই জানেন আধুনিক ইন্টারনেটের আদি সংস্করন ছিল আমেরিকান আর্মির অর্পানেট। আর মজার কাহিনি হলো, অর্পানেটের কমপিউটার গুলো ছিল, জেরক্স আল্টো।

তাই বলা যায় এই আল্টোতেই প্রথম ইন্টারনেট ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো যে তাহলে জেরক্স কেন বর্তমানে বেইললেস? এর উত্তর হলো, জেরক্সের ততকালীন ম্যানেজমেন্ট এই প্রজেক্টকে তেমন গুরুত্ত্ব দেন নি কারন তারা ফটোকপি মেশিন নিয়েই পড়েছিলেন। জেরক্সের সাবেক গবেষক ল্যারি টেসেলের মতে, "the company management at the East Coast of the USA did not [care a straw for] the PARC's research results unless they were directly involved with photocopiers.” ছবিতে দেখুনঃ ১। আইবিএম পিসি ২। জেরক্স আল্টো


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.