আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, আটক ১০

আশুলিয়ার একটি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা কারখানার নৈশ্য প্রহরীদের জিম্মি করে পোশাক তৈরির কোটি টাকার কাপড় লুট করে নিয়ে যায়। গতকাল রাত ২টার দিকে সাভারের নয়ারহাট এলাকার 'ইস্ট ওয়েস্ট সুটিং লিমিটেড' কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই কারখানার ১০ জন নৈশ্য প্রহরীকে আটক করেছে।

ইস্ট ওয়েস্ট সুটিং লিমিটেড কারখানার পরিচালক আওলাদ খান জানান, রাত আনুমানিক দুটার দিকে ৩০/৩৫ জনের ডাকাত দল কারখানায় প্রবেশ করে ১০ জন নৈশ্য প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে তাদের হাত-পা-মুখ বেঁধে রেখে দুটি পিকআপ ভ্যানে করে ৩৫ হাজার গজ কাপড় লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনি দাবি করেন, ডাকাতরা নিয়ে যাওয়া কাপড়ের মূল্য প্রায় এক কোটি টাকা।

এ প্রসঙ্গে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, এ ডাকাতির ঘটনার সাথে কারখানার লোকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নৈশ্য প্রহরীদের জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ডাকাতরা নিয়ে যাওয়া কোটি টাকার কাপড় গোডাউনে ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

র‌্যাব ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.