হাম্বালীগ হৈলে অফ যা। রাজাকার হৈলে গদাম।
আজ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে। হয়ত দিয়েছেও। কিন্তু সরকারী তথ্যসূত্রে যে ওয়েবসাইটের লিঙ্ক জানি, সেটার অ্যাকসেস বন্ধ। তাইলে বালের ঐ সাইট লিঙ্ক জনগণরে জানায়া লাভটা অইসে কি? বাধ্য হৈয়া মাইনসে মোবাইল অপারেটরে টেক্সট করতে অইতাসে... হুনছি ঐহান থিকাও অহনো জানাইতাসে না। এদিকে মুরব্বিরা সব টেনশনে থাইকা গুতাগুতি করতাসে ছোট ভাই বোনগো লগে..
ভাই.. একটা রোল দেহেন.. ১৩৮২১। যদি কারও অ্যাকসেস থাকে, একটু জানান তো চেক কইরা... (আমি রোল ছাড়া আর কিছুই জানি না। মুরব্বিগো আর কিছু জিগাইতেও মন্চাইতেসে না।..)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।