আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা:বিরহের ছায়াপুত্তলিকা



কবিতা:বিরহের ছায়াপুত্তলিকা -এম জসীম অন্ধকারের গর্ভ থেকে বলেশ্বরের তীব্র জোয়ারের মতো জেগে উঠি শ্মশান বুকের তৃষ্ণা নিয়ে .... তবু অঘ্রাণে নদীর শ্বাসে হিম হয়ে আসে দেহ মাঝরাতের পূর্ণিমার ধবল তারার মতো ! চাঁদের গায়ে সফেদ কুয়াসারা বরফের আস্তর ঢেলে দেয় শীতল আমার স্বস্তি কোথায় সে জানে যে গেছে ধূসর হয়ে ছবির মতো সন্ধ্যার মেঘের মতো রং বদলে মিলে গেছে রাতের জৌলুসে । কেন, আমার অন্তরে এখনো মাটির গন্ধ ? কেন, মৃত স্মৃতির কফিনের ঘ্রাণ জুড়ে থাকে পাজরে ? কেন, পুরনো কবরের মতো নিস্তব্দ করে কোলাহল ? বেদনা জমে জমে কান্ত পাখির মতো শিশিরে পালক ঘসে- ঘসে প্রবোদে শীতল করে মন মাঠে -মাঠে শিশিরের সুর শুনে পাখির ছানার মতো রাত জেগে থাকে বেদনার্ত চোখ হেমন্তের কুয়াশা ফুরে জন্মানো সূর্যের প্রতিক্ষায় ! তবু দেখি, অসীম বেদনার সমুদ্রে তুমুল জোয়ার ঢেউয়ে- ঢেউয়ে তটে ফেরে ঝিনুকেরে সাথে করে আবার ফেরে গভীরে । আমাকে চেনেনি সে; আমিও চিনিনি তাঁরে .... পূর্ণিমার জোসনা আর রুদ্র তরঙ্গ আমাকে চেনে ; অথবা কেউনা হয়তো কেউ জানবেওনা কোনোদিন হেমন্তের দিন শেষে কোথায় লুটিয়ে আছে ঘুমকাতর দেহ এক অন্ধকারে মিলিয়ে বিরহের ছায়াপুত্তলিকা তাঁর । ২৩ অক্টোবর-২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।