আমাদের কথা খুঁজে নিন

   

দুটি বিরহের প্রেমের কবিতা।

বৃষ্টি আসবে ভেবেই কেঁদে ছিলাম আমি আমার কান্না তাই দেখনি তুমি দেখেছো আমায় শুধু বৃষ্টিতে ভিজতে। ইচ্ছে করেই তোমার কাছে হেরেছি আমি আমার বোকামী দেখে হেসেছো তুমি, পারনী আমার হ^দয়ের কথা বুঝতে হাতের কাছে থেকেও স্বপ্ন ছিলে তুমি স্বপ্ন ভাঙ্গার ভয়ে হাত বাড়াই নী আমি আজীবনী হ^দয় দেবী তুমি থাকবে কতখানী ভালবাসি পারবেনা জানতে. . . . রচনাকালঃ ০১.০৩.২০০১ দশ বছর পর আজ দেখলাম তোমায় বদলাও নি একটুও আছো আগের মতই কাজল কালো চোখ আর গোলাপী অধর সব কিছুই যেন আগের মত সুন্দর। বড় ভুল করে ঢুকে ছিলাম তোমার বাসায় জানিনা কেন তুমি চমকালে দেখে আমায় জানি আমার জন্য বন্ধ ছিল তোমার দুয়ার ভাগ্য ভাল তাই অভাগা পেল চরন তোমার চেনা আমায় অচেনা সাজিয়ে করলে অভিনয় আবার নতুন নামে তোমার হল পরিচয় জানলাম পৃথিবীটা বড় স্বার্থপর অর্থ-বৃত্তের মোহে আপন হয় যে পর!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।