আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপ এক্সপার্টদের দৃষ্টি আকর্ষণ

যাও তবে অবশ্যই সন্মুখে। পিছিয়ে পড়োনা কারণ ব্যর্থতার কোন সিঁড়ি নেই।

ভাইয়া আছেন কি কেউ ফটোশপ এক্সপার্ট? ছোট্ট একটু সহযোগিতা। আমি অনেক আগে ফটোশপের সাথে পরিচিত হয়েছিলাম। তারপর অনেকগুলো দিন চলে গেছে। ফটোশপের সাথে আর সময় দেয়া হয়নি। এখন টুলসগুলোর কাজ অনেকটা মনে আছে। কিন্তু বিভিন্ন লেয়ার-এ কাজ করার পর সব লেয়ারগুলো একসাথে লক করব কিভাবে? এছাড়া পেজ সেটআপের কাজটাও একটু বিজিখিজি হয়ে গেছে। দয়া করে হেল্প করবেন কি? সাথে সময় থাকলে টুলসগুলোর একটা অভারভিউ দিলে ভাল হয় (সম্ভব হলে)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।