আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে ঘটা এসব দুর্ঘটনায় অপর চারজন আহত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র প্রতিনধিরা জানিয়েছেন।
মাদারীপুর: মাদারীপুরের ঘটকচরে বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাস্তা পারাপারের সময় একটি কভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন আলী হোসেন (৩৫)।
তার বাড়ি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের শিকিনওহাটা গ্রামে।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী চালককে আটক করা হয়েছে।


বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানার এসআই রফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি মাইক্রোবাস মাহফুজা আক্তার মিথিলাকে (৮) ধাক্কা দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুরে তার মৃত্যু হয়।
নিহত শিশুটি স্থানীয় কাশিপুর ইউনিয়নের গণপাড়া গ্রামের মাহবুবুর রহমান রতনের মেয়ে।
মাগুরা: মাগুরা শহরের নছিমনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


সদর থানার এসআই আব্দুল মাজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে শহরের সার্কিট হাউজের সামনে ঘটনাস্থলেই নিহত হন ওমর আলী (২৭)। মোটরসাইকেলের অপর আরোহী তার স্ত্রী রিক্তা বেগমও (২২) গুরুতর আহত হন।
নিহত ওমর আলী সদর উপজেলার রাঘব দাইড় গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
আহত রিক্তা বেগমকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।


বিকাল ৪টার দিকে ঘটা এই দুর্ঘটনায় হতাহতরা সবাই মাইক্রোবাস যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সমীরণ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকরিয়াগামী একটি বাস বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত আহমদ আরিফ চৌধুরী (৪২) হক ব্রাদার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের এজিএম।
আহতরা হলেন,  জাফর আলম (২০), সাদেক (২৬) ও মাইক্রোবাস চালক (নাম জানা যায়নি)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলায় ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের বাইপাস সড়কে শ্যালোইঞ্জিন চালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
দুপুরে দুর্ঘটনার শিকার স্থানীয় বালাসুর গ্রামের বাবুল ফকিরের মেয়ে রাবেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার জন্য দায়ী টমটমটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।