لا إله إلا الله محمد رسول الله
যানজট আর ভাল্লাগেনা । আগে সকাল সকাল বের হলে সময় মত অফিস যেতে পারতাম কিন্তু এখন দেখি সবাই সকাল সকাল বের হয়ে যায় ! খুব ভোরেও পুরো শহর যানজটে স্হবির হয়ে যায় ! ইদানিং অবস্হা এমন হয়েছে যে নিতান্ত প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হইনা । সময় পেলে কারনা একটু ঘুরতে ইচ্ছা করে কিন্তু গাড়ী বা রিক্সাতে বসে থাকতে থাকতে সেই ইচ্ছে আর থাকেনা ।
মাঝে মাঝে ভাবি কিভাবে এই যানজট কমানো যায় কিন্তু কোন কুল কিনারা পাইনা ! শুধু মনে হয় আমরা সবাই এর জন্য দায়ী । মাঝে মাঝে মনে হয় আগে যখন যোগাযোগ ব্যাবস্হা ভাল ছিলনা তখন মানুষ খুব প্রয়োজন ছাড়া ঢাকায় আসতনা আর এখন যোগাযোগ ব্যাবস্হা ভাল হওয়ার কারনে মানুষ লুঙ্গি কিনতেও ঢাকায় চলে আসে ! হাহাহাহাহা.....
ইদানিং পথ চলতে চলতে লক্ষ্য করি যানজট কেন হচ্ছে ।
রাস্তা জুড়ে কেবল ছোট ছোট (কার) গাড়ী চলছে আর একটু ফাঁক পেলেই চালক নাক ডুকিয়ে দিচ্ছে , যত্রতত্র গাড়ীগুলো পার্ক করা, হলুদ সার্জন ছাড়া চালকেরা অন্য কাউকে দামই দিচ্ছেনা ! রিক্সাওয়ালাদের ভাবসাবতো এখন অন্যরকম, তারা কাউকেই সাইড দিতে চায়না ! মাঝে মাঝে দেখি হকাররা রাস্তার উপরই কেনা-বেচা করছে ।
ভাবি, এত গাড়ী আসে কোত্থেকে ! মানুষ কোথায় পায় এত টাকা ! সরকার নতুন আইন করতে পারে যে, যারা নিয়মিত আয়কর পরিশোধ করে কেবল তারাই ব্যাক্তিগত গাড়ী ব্যাবহার করতে পারবে ।
আয়করের কাগজপত্র ছাড়া গাড়ী রেজিস্ট্রেশন হবেনা (এমন আইন আছে কিনা জানা নাই) । কোন পরিবার দুটির বেশী গাড়ী ব্যাবহার করতে পারবেনা । পারিবারিক ভাবে প্রাইভেট কারের পরিবর্তে মাইক্রো বাসের ব্যাবহার বাড়াতে হবে ।
সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠান গুলোকে অবশ্যয়ই যাতায়াতের জন্য বাস বা মাইক্রো ব্যাবহার করতে হবে । পর্যায়ক্রমে অধিক পুরাতন পাবলিক বাস উঠিয়ে আধুনি ও বড় বাসের ব্যাবস্হা করতে হবে তবে মেয়াদ উত্তির্ন্ন কোন গাড়ী ব্যাক্তিগত ভাবে ব্যাবহার করা যাবেনা । স্কুল, কলেজ, ভার্সিটিতে কোন শিক্ষার্থী ব্যাক্তিগত গাড়ী নিয়ে আসতে পারবেনা সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পরিবহনের ব্যাবস্হা করতে হবে । ভাইরে সচেতন নাহলে নিজেরই ক্ষতি । দরকারের সময় হাসপাতাল ও যাইতে পাবেননা এ্যাম্বুলেন্স লইয়া ।
টাকার অভাব না হলেও জ্যামের কারনে প্রিয় কাউকে হারাবেন । এরপরও আগে যেতে চান ? যান ! দুই ঘন্টা কাজ করেন ছয় ঘন্টা বইসা থাকেন ।
ধুর আমি এসব চিন্তা করে কি লাভ ! এসব চিন্তা করারতো লোকই আছে !
কিন্তু কি করব ভাই জ্যামের জন্য কোথাও একটু ঘুরনত পারিনা তাই বাসায় বইসা বইসা এসব আজগুবি চিন্তা করছি আর আপনারা মহাবিরক্ত হয়ে এই লেখা পড়ছেন কারন আপনাদেরও একই অবস্হা ! হাহাহাহা.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।