আমাদের কথা খুঁজে নিন

   

Pentium 4, D865GBF মাদারবোর্ড নষ্ট হইয়া গেছে, কি করুম? হেল্প করেন।



প্রিয় টেকি ভাইয়েরা, আমার পি-৪ পিসি, মাদারবোর্ডটা নস্ট হয়ে গেছে।প্রসেসর, রেম ঠিক আছে। আমার মাদারবোর্ড ছিল- D865 GBF, Processor-2.4 GH, RAM-DDR1, বলে রাখা ভালো যে আমার পিসির প্রসেসর ছিল পিন প্রসেসর,এখন আমার নতুন অথবা পুরাতন একটি মাদারবোর্ড লাগবে। কোথায় গেলে আমি নতুন অথবা পুরাতন মাদারবোর্ড কিনতে পারবো। শুনেছি পি-৪, পিন প্রসেসর, ডিডিআর-১ রেম এর নতুন মাদারবোর্ড বাজারে পাওয়া যাবে না। সেক্ষেত্রে পুরাতন মাদারবোর্ড কোথায় পাবো, কোন ব্রান্ড এর টা ভালো হবে, আর মূল্য কত হতে পারে? আমার আজই কিনতে হবে।প্লিজ তথ্য দিয়ে সাহায্য করেন।প্লিজ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।