আমাদের কথা খুঁজে নিন

   

অনাস্বাদিত কাব্য সুষমায় সাদর আমন্ত্রণ

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই মেয়ে চলো কবিতা হই, শব্দেরা যেভাবে মিলে আমরাও একাকার হবো ছন্দালিঙ্গনে- হাতের পর হাত রেখে চোখের ভাষায় খুঁজে ফিরি আকাঙ্খিত শব্দ- ঠোঁট থেকে শুরু করে কবিতা আরো গভীরে যাক আলতো খসে পড়া আঁচলের মতো সমুন্নোত শব্দ চূড়ায়- যার মসৃণ উপত্যাকা বেয়ে নেমে যায় উদ্বেলিত ব্যঞ্জনা জমে থাকা মঞ্জুরী নাভীমূলে আমার আজন্ম সম্মহোন- এর পর একে একে উন্মেচিত হয় অপার বিস্ময় অবদমিত অকর্ষিত লীলাভূমি, আমি ডুবে যাই যেতে থাকি লুকায়িত ডুবোচরে, যেখানে উদ্দীপ্ত বাসর শয্যার সুরোলিত আখ্যান- সমুদ্র মন্থিতো অমিয় সুধা- মহাকাব্যের মতো উছলিয়ে পড়ে শূভ্র সৈকতে, ভাসিয়ে নিয়ে যায় অসীম গহীনে, যেখানে ক্লান্ত শব্দেরা বিশ্রাম নেয় নৈসর্গিক তৃপ্তিতে- বালিকা এই অনাস্বাদিত কাব্য সুষমায় সাদর আমন্ত্রণ রইল- একদিন আমরা মিলনের বেলাভূমিতে এই কবিতা যুগল কণ্ঠে আবৃতি করব অমিত্রাক্ষর ছন্দে- সেদিন মাত্রা লুপ্ত ঘোষিত হবে, এক কোনে ছুঁড়ে ফেলে দেবো সকল ব্যাকরণ, তৃষ্ণার্ত কবির কলমে আসবে নব নব শব্দের ফল্গুধারা, তুমি অবগাহিত হবে- হয়তো স্নান সেরে আমরা ফিরবো পল্লবিত কবিতার খাতা ভরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.