আগামী মঙ্গলবার সারা দেশে আবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের সিনিয়র নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। আজ রোববার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
এর আগে আজ দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে এবং এ কে এম ইউসুফকে অবিলম্বে মুক্তির দাবিতে ১৪ মে মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের কেন্দ্রীয় নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আজও হরতাল পালন করে দলটি। সোমবার বাদে আগামী মঙ্গলবার আবারও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিল দলটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।