আমাদের কথা খুঁজে নিন

   

জোহান্সবার্গ টু নাইরুবি টু খারতুম টু কায়রো টু ঢাকা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

একই রোডে এসেছিলাম কিন্তু আসার সময় ট্রানজিট কমছিল তাই বাহিরে বের হওয়া হয় নি। তবে এবার ট্রানজিট কিছুটা বেশি থাকায় বাহিরে বের হয়ে শহড় দেখার আকাংখা জন্ম নিয়েছে। প্লেনের জানালা ও বিভিন্ন ছবি দেখে যা বুঝেছি নাইরুবি, শহড় হিসেবে বেশ সুন্দর। খারতুম শহড় বেশ ভয়ানক, তারপরও সেখানে তো মানুষই থাকে, তাছারা একটি নতুন শহড় দেখার অভিগ্যতাই আলাদা তাই এই সুযোগ মিস করবো না ইনশাল্লাহ। প্লেনের জানালা দিয়ে কেনিয়ার 'ক্লিমানজারো' http://en.wikipedia.org/wiki/Mount_Kilimanjaro পর্বত দেখ অবাক হয়ে তাকিয়ে ছিলাম বেশ কিছু সময়। মেঘে ঠেলে পাশাপাশি দুটি পর্বত কি এক অপরুপ সৌন্দর্য নিয়ে দাড়িয়ে আছে তা বলে বুঝানো সম্ভব নয়। এটিই হচ্ছে আফ্রিকার সর্বিচ্চ সৃংগ, তার পর মিশরের সিনাই পর্বত, তারপর কেপটাওনের টেবিল মাউন্টেন। আল্লাহ তায়ালার অশেষ করুণায় তিনটিই পর্বতই দেখার সৌভাগ্য হলো আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.